চোট কারণে দীর্ঘ দিন ধরে ছিলেন মাঠের বাইরে। কিন্তু খেলায় মরচে ধরেনি এতটুকু। মাঠে ফেরার পর থেকে গোল করে চলেছেন ধারাবাহিকভাবে। বৃহস্পতিবারের আরএফডিএল (RFDL)-এর ম্যাচেও গোল করেছেন সুহেল আহমেদ ভাট। ইউনাইটেড স্পোর্টসের (United Sports) বিরুদ্ধে ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)।
এদিন ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। খেলার ফলাফল ২-২। বাগানের পক্ষে এদিন গোল করেছেন দিপেন্দু বিশ্বাস ও সুহেল আহমেদ ভাট।
আরএফডিএল-এর আগের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড দিয়েছিল ৫ গোল। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাগান জিতেছিলে ৫-১ গোলে। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন সুহেল। মোহনবাগানের এই দুই ফুটবলার সুহেল ও দীপেন্দু রয়েছেন গোলের মধ্যে।
Dippendu and Suhail’s goals earn us a 2-2 draw vs United SC!@rfyouthsports @ril_foundation#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #RelianceFoundation pic.twitter.com/wMQPMFWVcg
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 21, 2024
যুব প্রতিযোগিতায় ইউনাইটেড স্পোর্টস যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী। এবারের আরএফডিএল-এও ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করেছে দল। তবুও বাগানের বিরুদ্ধে পয়েন্ট পেয়ে খুশি হবে ইউনাইটেড স্পোর্টস। কারণ মোহনবাগানের এই যুব দলে এমন একাধইক ফুটবলার রয়েছেন যাদের রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ খেলার অভিজ্ঞতা।