লোকসভা ভোটের আগে এবার জোরদার ধাক্কা খেল বিজেপি। এদিকে শক্তি বৃদ্ধি হল কংগ্রেসের (Congress)। আজ বুধবার কংগ্রেসে যোগ দিলেন ঝাড়খণ্ডের মান্ডু আসনের বিজেপি বিধায়ক জয়প্রকাশ প্যাটেল। লোকসভা ভোটের আগে যা বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
আজকের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুর এবং ইনচার্জ গুলাম আহমেদ মীর। ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম বলেছেন যে প্রকাশ প্যাটেলের কংগ্রেসে যোগদানের ফলে দলের উপকার হবে।
অন্যদিকে কংগ্রেসে যোগ দেওয়ার পর জয়প্রকাশ প্যাটেল বলেন, “আমি কাউকে দোষারোপ করছি না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি শুধু বিজেপি নয়, এনডিএ জোটের হয়েও প্রচার করেছিলাম। আমরা ভেবেছিলাম ঝাড়খণ্ডের মানুষের জন্য কাজ করতে পারব, কিন্তু তা হতে পারেনি।’
জয়প্রকাশ প্যাটেল আরও জানান যে, ‘আমার বাবা টেক লাল মাহাতো একজন নেতৃস্থানীয় যোদ্ধা ছিলেন, আমরা ভেবেছিলাম যে এনডিএ-তে গেলে তাঁর দৃষ্টিভঙ্গি এগিয়ে যাবে, কিন্তু এমন পরিবেশ তৈরি হয়নি। আমরা ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করব।’ প্রকাশ প্যাটেলকে কংগ্রেসের হাজারিবাগ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। বিজেপি হাজারিবাগ আসন থেকে মণীশ জয়সওয়ালকে প্রার্থী করেছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচন চার দফায় অর্থাৎ ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন হবে।
#WATCH | BJP leader Jai Prakash Bhai Patel joins the Congress in Delhi. pic.twitter.com/kB909gFGBr
— ANI (@ANI) March 20, 2024