আইএসএল জয়ের শিরোপা তাদের মাথায় থাকলেও সময়ের সাথে সাথে বদলে গিয়েছে পরিস্থিতি। মরশুমের প্রথমদিকে জয় আসলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে চেন্নাইয়ি এফসিকে (Chennaiyin FC)। নিজেদের সুদিন ফেরাতে দলে ফিরিয়ে আনা হয় কোচ ওয়েন কোয়েলকে ফের দেওয়া হয় দলের দায়িত্ব। আইএসএল জয়ী এই কোচের হাত ধরেই এই মরশুমে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণের এই ফুটবল দল।
তবে কাজটা যে মোটেও সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। তবুও নিজেদের সীমিত শক্তি দিয়ে লড়াই চালিয়ে শেষ ছয়ে স্থান পাকা করতে মরিয়া চেন্নাইয়িন এফসি। তবে সেক্ষেত্রে দলের জয় পেতে হবে আগামী ৩১ মার্চ সবুজ-মেরুনের বিপক্ষে।
আরও পড়ুন: North East United: শ্রীনিধি ডেকানের ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেওয়ার পথে নর্থইস্ট
তাহলে এবারের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকবে দল। আইএসএলের দ্বিতীয় লেগে জয় আসলেও তা পরবর্তীতে খুব একটা স্থায়ী হয়নি এই টুর্নামেন্টে অন্যতম দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স করেও পরাজিত হতে হয়েছে তাদেরকে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা জর্ডান মারিদের কাছে। তবুও সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সকলের।
আরও পড়ুন: Mumbai City FC: মরশুম শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে পারে মুম্বই
তবে এবারের এই লড়াই খুব একটা সহজ হবে না তা বলাই যায়। আসলে বেঙ্গালুরু থেকে শুরু করে জামশেদপুর এফসি সহ ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল দলের তরফ থেকেও পাখির চোখ করা হয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান। তাই তাদের সকলকে টেক্কা দিতে গেলে প্রতি ম্যাচে জয় পেতে হবে তাদের। যা অনেকটাই চ্যালেঞ্জিং।
আরও পড়ুন: FC Goa: এই তরুণ প্রতিভার সঙ্গে চুক্তি বাড়াল এফসি গোয়া
এসবের মাঝেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ওয়েন কোয়েলের ফুটবল দল। এক্ষেত্রে একাধিক দেশীয় ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। যাদের মধ্যে অন্যতম মোহনবাগান সুপারজায়ান্টস দলের সক্রিয় ফুটবলার গ্লেইন মার্টিনস। সবুজ-মেরুন জার্সিতে একাধিকবার নিজের জাত চিনিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, নতুন সিজনের জন্য এবার নাকি এই ফুটবলারকে বিশেষ প্রস্তাব পাঠিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। তবে এখনই কোন কিছু চূড়ান্ত নয়। নতুন মরশুমে আদৌ তিনি কোথায় খেলবেন বর্তমানে পুরোটাই নির্ভর করছে তার নিজের পছন্দের উপর।