Death : পরকীয়ার জেরে খুন, বাথরুমের চেম্বার থেকে উদ্ধার মৃতদেহ

পরকীয়ার জেরে খুনের অভিযোগ উঠল প্রেমিকা এবং তাঁর বাড়ির লোকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল মুর্শিদাবাদের রানিতলা থানার বেগুনঢুহি এলাকায়। পুলিশ জানিয়েছে যে মৃত যুবকের…

Dead body recovered from Burdwan University

পরকীয়ার জেরে খুনের অভিযোগ উঠল প্রেমিকা এবং তাঁর বাড়ির লোকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল মুর্শিদাবাদের রানিতলা থানার বেগুনঢুহি এলাকায়। পুলিশ জানিয়েছে যে মৃত যুবকের নাম মিঠু খান।

Advertisements

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, শ্যালকের স্ত্রীর সঙ্গে প্রেম ছিল মিঠুর। মিঠুর বাড়ি রানিনগর থানার বিলচাত্রা এলাকায়। এছাড়া আরও জানা গিয়েছে যে, তাঁর নিজের পাড়াতেই তাঁর শ্বশুরবাড়ি। তাঁর শ্যালকের স্ত্রীর সঙ্গে বেশ মাখোমাখো সম্পর্ক ছিল মিঠুর।

   

মিঠুর প্রেমিকার বাপেরবাড়ি রানিতলা থানার বেগুনডিহি এলাকায়। সেইখান থেকেই উদ্ধার হয়েছে মিঠুর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সেখানে জলসা ছিল। আর সেই জলসায় এসেছিল মিঠু। তারপর থেকে তিনদিন কেটে গেলেও মিঠুর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Advertisements

অবশেষে প্রেমিকার বাপেরবাড়ি বাথরুমের চেম্বার থেকে মিঠুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে মিঠুর প্রেমিকা এবং তাঁর বাড়ির লোকজন পলাতক। কী কারণে এই খুন? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ।