রাজ্য পুলিশের ডিজিপির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মাত্র তিন মাসের মধ্যেই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অপসারিত এই জাঁদরেল আইপিএস অফিসার। শুধু তাই নয়, তিনি ভোটের কোন কাজে থাকতে পারবে না বলেঅ নির্বাচন কমিশন জানিয়েছে।
নির্বাচনের দিন ঘোষণা হতেই সারা দেশে লাগু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। আর এই বিধির আওতায় জাতীয় নির্বাচন কমিশন মমতা ঘনিষ্ঠ এই আইপিএস অফিসারকে তাঁর পদ থেকে সরিয়ে দিল।
প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজিপির পদে নিয়োগ করা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। বিশেষত বিরোধীরা এই রাজীব কুমার প্রসঙ্গে অনেক অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য তাঁর নাম জড়িয়েছিল সারদা মালালায়।তাঁকে বেশ কয়েকবার সিবিআই-এর জেরার মুখোমুখি হতে হয়েছে। তাই কি এমন পদক্ষেপ ? এমটাই মনে করছে রাজনৈতিক মহল।