News Desk: নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গরম। বিরোধী দল সমাজবাদী পার্টির নেতাদের পিছনে শুরু হয়ে গেছে আয়কর বিভাগের তাড়া। শুক্রবার রাতভর অভিযানে থরহরি কম্প লখনউনের রাজনৈতিক মহল।
রাতভর একের পর এক সপা নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের কর্তারা। তালিকা মিলিয়ে চলেছে অভিযান। লখনউ, মৈনপুরী, আগ্রা, কানপুর, ইটাওয়া, সহ রাজ্যের ১২টি জায়গায় চলেছে আয়কর অভিযান।
চাঞ্চল্যকর ঘটনা, মউ জেলায় সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক রাজীব রায়ের ঘরে অভিযান চালায় আয়কর বিভাগ। তার বিরুদ্ধে কেবল তার কানেকশন বরাত দেওয়ার দুর্নীতির অভিযোগ আছে। রাজ্যের অন্যতম নেতা জীতেন্দ্র যাদবের বাড়িতেও অভিযান চালায় আয়কর অফিসাররা।
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবকেও নিশানা করা হয়েছে। তবে সমাজবাদী পার্টির নেতাদের অভিযোগ, রাজ্যের বিজেপি জোট সরকার ভোটের জমি হারিয়ে ভুয়ো তদন্তের ধুয়ো তুলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে কুশাসন কায়েম করেছেন।
শুক্রবার রাতে আয়কর অভিযান শুরু হতেই বিভিন্ন জেলায় সমাজবাদী পার্টির সমর্থকরা হাঙ্গামা শুরু করেন। কয়েকটি এলাকায় বিজেপি সমর্থকরা আক্রান্ত হন বলে অভিযোগ। অভিযান সুষ্ঠুভাবে চালাতে সশস্ত্র পুলিশের সাহায্য নেন আয়কর দফতরের অফিসাররা।