গত সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা কেরালা ব্লাস্টার্সের (Kerala Blaster)। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাদের পরাজিত হতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে। যদিও সেই ম্যাচ নিয়ে রয়ে গিয়েছে অনেক বিতর্ক। তবে সেই সমস্ত কিছু ভুলে এবার নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া ছিল ইভান ভুকোমানোভিচের ছেলেদের।
সেই মর্মেই এবছর জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল আদ্রিয়ান লুনার দল। একের পর এক ম্যাচে সহজ জয়ে তুলে নেওয়ার দরুন আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের ধরে রেখেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে তা স্থায়ী হয়নি।
আইএসএলের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস এবং সার্জিও লোবেরার ওডিশা এফসির মতো শক্তিশালী ফুটবল দলের দাপটে অনেকটাই ব্যাকফুটে চলে আসতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তবুও নিজেদের হারানো ছন্দ ফিরিয়ে টুর্নামেন্টের প্লে অফে নিজেদের নিশ্চিত করে ফেলেছে ইভান ভুকোমানোভিচের কেরালা।
বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে দল। আগামী মাসে তাদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে। সেই ম্যাচে জয় ফিরতে চায় এই ফুটবল ক্লাব। তবে দলের একাধিক ফুটবলারদের চোট আঘাত জনিত সমস্যা অনেকটাই পিছিয়ে দিয়েছিল তাদের। যাদের মধ্যে অন্যতম আদ্রিয়ান লুনা।
এই সিজনেই খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। বিদেশী ফুটবলারের অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে কেরালা দলকে। তবে এবার খুব শীঘ্রই সতীর্থদের সঙ্গে দলের অনুশীলনে যোগ দিতে চলেছেন লুনা। বর্তমানে দলের বাকি ফুটবলারদের সামরিক ছুটি থাকলেও কোচিতে অনুশীলন করছেন আদ্রিয়ান লুনা এবং মার্কো লেসকোভিচ। সব ঠিকঠাক থাকলে প্লে-অফের লড়াইয়ের আগেই মাঠে ফিরবেন এই ফুটবলার।