সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। কিন্তু এই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে ফের আসরে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এটা কোনো দলের হওয়া উচিত নয়। আচরণবিধি লাগু হলে ক্ষমতাসীন দল ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে। নির্বাচন কমিশনের আচরণ সবার জন্য সমান ও সুষ্ঠু হওয়া উচিত।’
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, বিজেপির সঙ্গে যদি আমাদের প্রতিযোগিতা করতে হয়, তাহলে আমাদের সকলকে ইন্ডিয়া জোটের অধীনে ঐক্যবদ্ধ হয়ে তা করতে হবে। এর আগে আমরা দেখেছি বিহার-বাংলার দলগুলোও এ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধীকে নিজের নেতা হিসাবে মেনে নিয়েছিলেন, কিন্তু তার পরে কী হল, আমাদের তাঁকে জিজ্ঞাসা করা উচিত। ভেতরের গল্পটা কী? জানি না, এর পেছনে হয়তো অন্য কোনো রহস্য থাকতে পারে।”
#WATCH | Delhi: Congress MP Adhir Ranjan Chowdhury says, “…It has been said repeatedly by the INDIA alliance that if we have to compete with the BJP, then we can do it by uniting under the INDIA alliance… Earlier we had seen that the parties of Bihar-Bengal had also united… pic.twitter.com/SUFP36xwEj
— ANI (@ANI) March 16, 2024