কেমন আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? অবশেষে এই বিষয়ে জানা গেল নতুন আপডেট। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে বড় দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সেইসঙ্গে গতকাল শুক্রবার রাতে আদতে কী হয়েছিল তা জানালেন শশী পাঁজা।
তিনি আজ শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কেউ তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়নি। মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন তিনি। ডাক্তাররা সব খতিয়ে দেখছেন। চেকআপ চলছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল চায়, কিন্তু এর ভুল অর্থ নেওয়াটা অন্যায়।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্র মারফৎ জানা গিয়েছিল তিনি বাড়িতে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যান। তাঁর কপালে চারটে সেলাই পড়েছে। বৃহস্পতিবার এসএসকেএমের অধিকর্তা মেডিকেল বুলেটিনে বলেন, ” পিছন থেকে ধাক্কা মারার ফলে তিনি পড়ে যান।” এদিকে তাঁর এহেন মন্তব্যের পরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়।
#WATCH | Kolkata, West Bengal: On West Bengal CM Mamata Banerjee’s health condition, TMC leader Shashi Panja says, “…She (Mamata Banerjee) felt a bit dizzy and then collapsed, nobody pushed her from behind… After falling, she got injured; the doctor is looking into… pic.twitter.com/Yz4quDDBBQ
— ANI (@ANI) March 15, 2024