সড়ক দুর্ঘটনায় আহত শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে (Lahiru Thirimanne)। শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপানে এলাকার কাছে একটি মিনি ট্রাকের সঙ্গে থিরিমান্নের গাড়ির সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে উপস্থিত ব্যক্তির থিরিমান্নেকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তাঁর স্বাস্থ্য স্থিতিশীল বলে জানা গিয়েছে। আঘাত খুব একটা গুরতর নয় বলেই আপাতত মনে করা হচ্ছে।
থিরিমান্নের সঙ্গে গাড়িতে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর তাঁকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেই ব্যক্তিও স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।
লাহিরু থিরিমান্নে লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে খেলছিলেন। সেখানে তিনি নিউ ইয়র্ক স্ট্রাইকার্স দলের অংশ। গত ১৩ মার্চ পাল্লেকেলে মাঠে দলের হয়ে খেলেছিলেন থিরিমান্নে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন।
থিরিমান্নে শ্রীলঙ্কার হয়ে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ ছিলেন। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। শ্রীলঙ্কা দলের প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১০ সাল থেকে। ২০১০ সালে অভিষেক হওয়ার পর থেকে ৪৪ টেস্ট ম্যাচ, ১২৭ ওয়ানডে এবং ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। শ্রীলঙ্কার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন থিরিমান্নে। এছাড়া ৫টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
থিরিমান্নে টেস্ট ক্রিকেটে ২০৮৮ রান করেছেন। যার মধ্যে তাঁর তিনটি সেঞ্চুরি রয়েছে, ওয়ানডেতে ৩১৬৪ রান করেছেন, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২৯১ রান করেছেন লাহিরু থিরিমান্নে।