কেরালার (Kerala) মালাপ্পুরমে এক বিদেশি ফুটবল খেলোয়াড়কে হেনস্থা ও বর্ণ বিদ্বেষী মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, খেলাধুলার প্রতি অনুরাগের জন্য পরিচিত শহর আরিকোডের কাছে কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছিল। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আইভরি কোস্টের এই ফুটবলার উত্তর কেরালা জেলার আরিকোডের স্থানীয় ক্লাবের ম্যাচে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পরে মালাপ্পুরম জেলা পুলিশ প্রধানের কাছে ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষমূলক আচরণ ও শারীরিক নির্যাতনের বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন এই ফুটবলার। আরও জানা গিয়েছে, আরিকোড থানা তাঁর বক্তব্য রেকর্ড করেছে এবং শিগগিরই একটি এফআইআর দায়ের করা হবে বলে আশা করা হচ্ছে।
কেউ এই বিদেশি ফুটবলারকে লক্ষ্য করে পাথরও ছুঁড়েছে বলে অভিযোগ। আক্রান্ত ওই ফুটবলারের অভিযোগ, ‘প্রাণ বাঁচাতে আমি পালিয়ে এসেছি। সমর্থক ও বিপক্ষ দলের লোকজন আমাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। তারা আমাকে নির্মমভাবে আঘাত করেছে। আমার দলের সমর্থকরা হস্তক্ষেপ করে তাদের থামানোর পরে আমি পালিয়ে আসি।’
A #Footballer from #IvoryCoast has alleged that he was subjected to a mob attack and racial slurs at a #Football ground in #Kerala’s #Malappuram district.#DairrassoubaHassaneJunior, in his complaint to the local police, said he was stoned to the ground and assaulted by a group… pic.twitter.com/YyNvh5IQU2
— Hate Detector 🔍 (@HateDetectors) March 13, 2024
ফুটবলার এক ব্যক্তিকে পাল্টা লাথি মেরেছেন বলেও অভিযোগ। যে ব্যক্তিকে লাথি মারা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই ব্যক্তির কাছ থেকেও পুলিশ অভিযোগ পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে ওই খেলোয়াড়ের বিদেশি নাগরিকত্ব বিবেচনা করে অভিযোগকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা।