লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC)। তবে সেই তালিকায় জায়গা হয়নি ব্যারাকপুরের পোড় খাওয়া রাজনৈতিক নেতা অর্জুন সিং (Arjun Singh)-এর। বারবার দলবদল করে এখন যেন অনেকেই মনে করছেন, তাঁর অবস্থা ‘না ঘর কা না ঘাট কা’ হয়ে গিয়েছে। এদিকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দলের বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়, অর্জুনের অফিস থেকে সরানো হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
টিকিট না পেয়ে ফের একবার তৃনমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং। তিনি বলেন, ‘তৃণমূলে দেড় বছর আমার নষ্ট হল। আমার মনে হচ্ছে দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। মানুষের আবেগ মোদীজির পক্ষে। ফিরহাদ ফোন করেছিলেন। আমাকে ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল।। আমাকে বেইজ্জত করা হয়েছে। দলে যা সম্মান পাওয়ার কথা ছিল পাইনি। দল আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সত্যিকারের তৃণমূল নেতা কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের কাছে এখন আমি আনওয়ান্টেড। মোদীজি বলতেন কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিৎ নয়।’