জলের দরে বিক্রি হচ্ছে iPhone 15। প্রায় ১৬ হাজার টাকা কম দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে আইফোন ১৫। যদিও এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। আইফোন কেনার শখ কার নেই? এইরকম প্রিমিয়াম একটি ব্রান্ডের কারই বা অপছন্দের হতে পারে? তাই এই সুযোগ মিস করলে কিন্তু পরে হাত কামড়াতে হবে। তাই দেখে নেওয়া যাক, iPhone 15-র ওপর কী কী অফার থাকছে।
আইফোন ১৫ ওপর ফ্ল্যাট ১৬ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৭৯,৯৯০ টাকার ফোনটি আপনি পেয়ে যেতে পারেন মাত্র ৬৬, ৪৪৯ টাকায়। তবে মনে রাখতে হবে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
আবার ১৫ প্লাস ফোনটির উপরে ১৪ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ৮৯,৯০০ টাকার ফোনটি পেয়ে যাবেন মাত্র ৭৬,৪৪৯টাকায়। এছাড়াও ব্যাঙ্ক অফার হিসেবে আইফোন ১৫-র ক্ষেত্রে ৩৩২৫ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। যে ফোনের পরিবর্তে আপনি আইফোন ১৫ কিনবেন বলে ভাবছেন, সেই পুরনো ফোন কী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করলে প্রায় ৫০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা বলে জানা গিয়েছে।
তাই আর দেরী না করে এখুনি ঘুরে আসুন ইকমার্স ওয়েবসাইটে। কে বলতে পারে আপনি পেয়ে যেতে পারেন আরও বিশেষ কোনও অফার।