২০২৪ লোকসভা নির্বাচনের ৪২ কেন্দ্রের প্রার্থী ঘোষণার পর দেখা যায় বিশেষ চমক শাসক দলে। আজ রবিবার তৃণমূলের জনগর্জন সভামঞ্চ থেকে সেরা চমক দেখল রাজ্যবাসী । সভা মঞ্চে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জির মুখ থেকে শোনাগেল প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম।
লোকসভা নির্বাচনে ইউসুফের নাম ছাড়াও ভেসে এলো কীর্তি আজাদের নাম। ২০২৪ এর নির্বাচনে ইউসুফের টিকিট পাওয়ার বিষয়টি বিশেষ উল্লেখযোগ্য। মুর্শিদাবাদ জেলার বহরমপুর আসনের নির্বাচন ক্ষেত্রের যোদ্ধা ইউসুফ। তবে তার লড়াইটা সহজ হবে না বলেই মনে করছেন সাধারন মানুষ । কারন সেই কেন্দ্রের প্রার্থী অধীররঞ্জন চৌধুরি যিনি কিনা পঞ্চম বারের জয়ী সাংসদ।
২২ গজে এক সময় তিনি বাজিমাত করেছিলেন। আজ তার লড়াইটা রাজনীতির বিস্তর রনাঙ্গনে। হতে পারেন তিনি ভিন রাজ্যবাসী কিন্তু বাংলার সঙ্গে তার এক হিদ্রতার বন্ধন রয়েছে। তিনি কেকেআরের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করে বিশেষ নজর কারে।
কলকাতাবাসীর ফ্যান হয়ে উঠেছিলেন তিনি। আজ রাজনৈতিক মঞ্চ থেকে তার নাম ঘোষণা হওয়ার পরই ইরফানের এক টুইট বার্তায় দেখা মেলে ইউসুফকে নিয়ে অনুপ্রেরনা মূলক বার্তা। সেখানে তিনি বলেন ” তোমার ধৈর্য , দয়ালু মানসিকতা এবং কোনও সরকারী পদে না থেকেও দরিদ্রদের সেবা করার বাসনা সকলেই দেখেছে। আমি আত্মবিশ্বাসী রাজনৈতিক ভুমিকায় তুমি মানুষদের প্রাত্যহিক জীবনে তফাৎ গড়ে দেবে।”
এই বার্তাই মনে হয় তার রাজনৈতিক জীবনের সর্ব প্রথম প্রচার বলেই ধরে নেওয়া হবে। যা কিনা তার ভাই করে দিলেন বলা যায়।
আমি চিরকালের জন্য শ্রীমতী @MamataOfficial এর কৃতজ্ঞ, যিনি আমাকে TMC পরিবারে স্বাগত জানিয়েছেন এবং পার্লামেন্টে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন।
জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে… pic.twitter.com/8wEEN8BsR0
— Yusuf Pathan (@iamyusufpathan) March 10, 2024