সাইবার প্রতারণা থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের বিশেষ পোর্টাল

ভুয়ো কলে নাজেহাল ? বারেবারে বিরক্ত করছে আজানা নম্বর থেকে ভেসে আসা মহিলা কণ্ঠ ? কিংবা হঠাৎ করে আপনার ফোনের স্ক্রীনে অচেনা সুন্দরীর ভিডিও কল…

Union Minister Ashwini Vaishnaw launches Chakshu portal

short-samachar

ভুয়ো কলে নাজেহাল ? বারেবারে বিরক্ত করছে আজানা নম্বর থেকে ভেসে আসা মহিলা কণ্ঠ ? কিংবা হঠাৎ করে আপনার ফোনের স্ক্রীনে অচেনা সুন্দরীর ভিডিও কল অথবা আপনার ফোনের মসেজে একটি লিঙ্ক যেখানে বলা হচ্ছে আপনি পেয়েছেন বহুমূল্যের একটি পুরস্কার! এহেন ঘটনা আজকাল অনেকের সঙ্গেই ঘটছে এবং এই ফাঁদে পা দিলেই ঘটছে বিপদ! অনেকেরই ব্যাংক একাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা! সাইবার থানায় গিয়ে জানাতে হচ্ছে অভিযোগ। এইসব ঘটনার মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিল। চক্ষু এবং ইন্টেলিজেন্স নামক দুটি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

   

যে কোনও সাইবার জালিয়াতির ঘটনা বা প্রতারণার শিকার হলে ৩০ দিনের মধ্যে চক্ষু পোর্টালে রিপোর্ট করতে হবে। মেসেজ, কল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির অভিযোগ করতে পারা যাবে। অন্যদিকে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যাংক,সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অন্যান্য সংস্থাগুলিকে সাইবার অপরাধীদের সম্পর্কে তথ্য আদান-প্রদান করতে সহায়তা করবে।

‘চক্ষু’ মানে চোখ। সাইবার জালিয়াতির উপর নজর রাখাই পোর্টালের কাজ। তাই এমন নাম। পোর্টালটির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।