পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠ অর্থাৎ ওল্ড ট্রাফোর্ডে এভারটনের মুখোমুখি হয়েছিল ম্যানচেষ্টার ইউনাইটেড (Manchester United)। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল ক্যাসিমিরোর দল। জোড়া পেনাল্টি থেকেই বদলে যায় ম্যাচের ফলাফল।
ম্যানইউর জার্সিতে গোল পান যথাক্রমে ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ড। এই জয়ের দরুণ ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে থাকল ম্যানচেষ্টার ইউনাইটেড ফুটবল ক্লাব। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে নেমে আসল এভারটন। উল্লেখ্য, ম্যাচের শুরু থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল দুই দাপুটে দলের মধ্যে।
তবে বারংবার ফাউলের ফাঁদে পড়ে যথেষ্ট ব্যাকফুটে চলে যায় জেমস গার্নেররা। তাই গোল পেতে খুব একটা দেরী হয়নি ম্যানচেষ্টার ইউনাইটেডের পক্ষে। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষনভাগ থেকে ফাউল হাতিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ। সেখান থেকেই আসে গোল। যার দরুণ ১-০ গোলে এগিয়ে যায় রাফায়েল ভারানেরা।
তারপর থেকেই যথেষ্ট রক্ষনাত্মক ফুটবল খেলতে শুরু করে এভারটন। কিছুটা সময় প্রতিপক্ষের আক্রমণভাগকে আটকানো সম্ভব হলেও প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে ফের পেনাল্টি পায় ম্যানচেষ্টার ইউনাইটেড। প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে যান রাশফোর্ড। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে টেন হ্যাগের ছেলেরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতি আক্রমণে উঠে আসতে থাকে বেটোরা। পর্তুগালের এই দাপুটে ফরোয়ার্ডকে আটকাতে খানিকটা বেগ পেতে হয় ম্যানচেষ্টারের ডিফেন্ডারদের। কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি শন ডাইচের ছেলেদের পক্ষে।