Kunal Ghosh: বাংলার ঘন ঘন মোদীর সফরকে কটাক্ষ কুণাল ঘোষের

      দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে নজর বিজেপির (BJP)। আজ শিলিগুড়ি কাওয়াখালি ময়দানে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়ে এবার কটাক্ষ করলেন…

short-samachar

 

   

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে নজর বিজেপির (BJP)। আজ শিলিগুড়ি কাওয়াখালি ময়দানে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়ে এবার কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তিনি বলেন, ‘ডেলি প্যাসেঞ্জারিতে লাভ হবে না। একটি ভোটও পাবে না বিজেপি।’ উল্লেখ্য, আজ দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন মোদী। এরপর সড়কপথে কাওয়াখালি ময়দানে পৌঁছবেন প্রধানমন্ত্রী। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। চলছে কড়া নজরদারি। মাঠে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশের মঞ্চটি থেকে জনসভা করবেন মোদি। সেখানে থাকবেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ-বিধায়করা।