Abhijit Gangopadhyay: ‘তৃণমূল ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, ২০২৬ পর্যন্ত টিকবে না’ ভবিষ্যদ্বাণী অভিজিতের

সব জল্পনার অবসান। ৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েই দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিজেপিতে যোগদানের কথা স্বীকার করেই তৃণমূলে বিস্ফোরক অভিজিৎ।…

abhijit ganguly moves to calcutta high court after fir registered against him , এবার মামলাকারী স্বয়ং প্রাক্তন বিচারপতি অভিজিৎ! হাইকোর্টের দুয়ারে কীসের প্রার্থনা বিজেপি প্রার্থীর?

সব জল্পনার অবসান। ৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েই দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিজেপিতে যোগদানের কথা স্বীকার করেই তৃণমূলে বিস্ফোরক অভিজিৎ। প্রাক্তন বিচারপতির কথায়, তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল। তিনি এও জানান, দুর্নীতির জন্যই ভিতরে ভিতরে ভেঙে গেছে তৃণমূল দলটা।

এই রাজ্যে তৃণমূল আর বেশিদিন নেই। তাঁর দাবি, ‘ ২০২৬ পর্যন্ত টিকবে না তৃণমূল, তার আগেই ভেঙে পড়বে। ২০০৯ সালে সিপিএম যে অবস্থায় ছিল, এখন তৃণমূলের একইরকম অবস্থা।’

   

তবে তৃণমূলে বিমুখ হলেও, মোদীর প্রশংসায় পঞ্চমুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘ মোদী একমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। তিনি অন্তন্ত ভালো মানুষ।’

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘ এতদিন বিচারব্যবস্থার প্রতি আস্থা ছিল। কিন্তু এখন দেখছি বিচারক হিসেবে তিনি যে রায় দিয়েছেন, ত একটি রাজনৈতিক দলকে সন্তুষ্ট করবার জন্য।’ বিজেপি সম্পর্কে বলতে গিয়ে স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘দেশের মধ্যে সর্ববৃহৎ দুর্নীতি গ্রস্থ দল বিজেপি। মোদীর জমানায় দুর্নীতি লাগামছাড়া হয়েছে।’

যদিও অভিজিৎ গাঙ্গুলির বিজেপি যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার কথায়, ‘ রাজনীতির লড়াইয়ে অভিজিৎ গাঙ্গুলিকে স্বাগত। এতদিন উনি বিচারব্যবস্থা ব্যাবহার করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করেছেন।’

তবে অভিজিৎ ভার্সেস তৃণমূলের এই যুদ্ধ আগামী লোকসভা ভোটে যে অন্য মাত্রা পাবে ত বলাই বাহুল্য। রাজনৈতিক মহলে মতে লোকসভা ভোটের আগে একটি নাটকীয় অধ্যায় শুরু হলো বৈকি।