২০২৪ সালের লোকসভা ভোটকে (Loksabha Vote 2024) ঘিরে সকলের প্রস্তুত তুঙ্গে রয়েছে। ধীরে ধীরে শাসক-বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাত্রাও বাড়ছে। এরইমাঝে পুরো পল্টন নিয়ে বাংলায় এসেছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার। আজ মঙ্গলবার মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার।
তিনি জানান, ‘পশ্চিমবঙ্গ উৎসবের জন্য বিখ্যাত, আর নির্বাচন হচ্ছে ১৪ তম পার্বণ। এটি গণতন্ত্রের উৎসব। বাংলায় ভোট যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করুক রাজ্য সরকার। হিংসামুক্ত, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে চায় জাতীয় নির্বাচন কমিশন। আমরা চাই সব মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে।’ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জানান, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি। সব রাজনৈতিক দলই চায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট।’
রাজীব কুমার জানান, ‘নির্বাচনে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। বাংলায় ভয়ের পরিবেশ রয়েছে সেটা সব রাজনৈতিক দলকে জানিয়েছি। একটি দল বাদে রাজ্যে সকলেই চাইছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী চাছে। অনুপ্রেবশ রুখতে কড়া নজরদারি চালানো হবে। কোনও গন্ডগোল হলে দায়ি থাকবেন রাজ্যের ডিজিপি। ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা রুখতে সবরকম ব্যবস্থা করবো আমরা। এছাড়া প্রতিটি বুথে শৌচালয়, পানীয় কলের ব্যবস্থা, হুইল চেয়ার থাকবে।’