বসিরহাটে (Basirhat) মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে DYFI-এর বিরাট মিছিল। সম্প্রতি সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বাম মনোভাবাপন্ন নতুন প্রজন্মের সদস্যরা একটি ডেপুটেশন দিতে চায় বসিরহাটের এসপিকে। আর সেখানেই রাজ্য পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে মীনাক্ষীদের। আগে থেকে জানিয়ে এই কর্মসূচির দাবি করেছেন ছাত্র সংগঠনের সদস্যরা। অন্যদিকে রাজ্য পুলিশের দাবি তাদের কাছে আগে থেকে কোনও খবর ছিল না।
এই মিছিলে উপস্থিত ছিলেন DYFI-এর পরিচিত ও লড়াকু মুখ দীপ্সিতা ধর। তিনি বলেন, ‘শেখ শাহজাহানের জন্য রেড কার্পেট পেতে রাখা হয়েছিল এবং আমাদের সামনে রাখা হয়েছে ব্যারিকেড।’ ছাত্র সংগঠনের পক্ষ থেকে কেউ কেউ দাবি করেছেন, গণতন্ত্রকে হত্যা করছে বর্তমান রাজ্য সরকার। একটা ডেপুটেশন গ্রহণ করতে ভয় পাচ্ছেন।
DYFI-এর সদস্যদের দাবি, শেখ শাহজাহান গ্রেফতার হওয়াতে তারা খুশি। কিন্তু এখনও সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছে আরও অনেক অপরাধী। তাদের গ্রেফতারের দাবিতেই ডেপুটেশন জমা দিতে চেয়েছিল তারা। কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক বাঁধা আছে। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় দু-পক্ষের মধ্যে।
সন্দেশখালির ঘটনার জেরে গোটা রাজ্যই এখন উত্তাল। নানা জায়গা থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। আজ বসিরহাটে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলতে সফল হয় মীনাক্ষী-দীপ্সিতারা। পুলিশের বাঁধা আটকাতে পারেনি বামেদের যুবশক্তিকে।