লোকসভা নির্বাচনে বাংলার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

শনিবার (২রা মার্চ) লোকসভা নির্বাচন ২০২৪ (Lok Sabha Elections, 2024) এর প্রথম তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। ১৯৫ জন প্রার্থীর নাম রয়েছে তালিকায়। এই ১৯৫…

BJP

শনিবার (২রা মার্চ) লোকসভা নির্বাচন ২০২৪ (Lok Sabha Elections, 2024) এর প্রথম তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। ১৯৫ জন প্রার্থীর নাম রয়েছে তালিকায়। এই ১৯৫ টি আসনের প্রার্থী তালিকা ১৬ টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ২০ টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে।

বাংলা থেকে ৪২ এর মধ্যে ২০ টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জয়নগরে অশোক কান্ডারী, কোচ বিহারে নিশিথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা। বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, মালদহ দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী, বনগাঁয় শান্তনু ঠাকুর, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, আসানসোলে পবন সিং। বিষ্ণুপুরে প্রার্থী হচ্ছেন সৌমিত্র খান, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বোলপুরে পিয়া সাহা, হাওড়ায় রথিন চক্রবর্তী, রানাঘাটে জগন্নাথ সরকার, মুর্শিদাবাদে গৌরিশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল কুমার সাহা, এবং ঘাটালে টলি অভিনেতা হিরণ। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়েছে কাঁথি আসন থেকে। পূর্বে এই আসনের সাংসদ ছিলেন তাঁর বাবা শিশির অধিকারী। বাংলার তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম সৌমেন্দু অধিকারীর বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

   

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও তালিকায় রয়েছেন লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বিজেপির ঘোষণা করা পদপ্রার্থীদের নামের তালিকায় দেখা যাচ্ছে গান্ধীনগর থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বারানসী থেকে লড়ছেন খোদ নরেন্দ্র মোদী (Narendra Modi)। মনসুখ মান্ডবিয়া লড়বেন পোরবন্দর থেকে। অপর দিকে, অরুণাচল ওয়েস্ট থেকে লড়ছেন কিরন রিজিজু, উত্তর পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারি, নয়া দিল্লিতে বাসুরি স্বরাজ।

পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা

  1. কোচবিহার –  নিশীথ প্রামাণিক
  2. আলিপুরদুয়ার –  মনোজ টিগ্গা
  3. বালুরঘাট – ড. সুকান্ত মজুমদার
  4. মালদা উত্তর – খগেন মুর্মু
  5. মালদা দক্ষিণ –   শ্রীরূপা মিত্র চৌধুরী
  6. বহরমপুর – ড. নির্মল কুমার সাহা
  7. মুর্শিদাবাদ –  গৌরী শঙ্কর ঘোষ
  8. রানাঘাট – জগন্নাথ সরকার
  9. বনগা –  শান্তনু ঠাকুর
  10. জয়নগর –  অশোক কান্ডারী
  11. যাদবপুর – ড. অনির্বাণ গাঙ্গুলি
  12. হাওড়া – ড. রথীন চক্রবর্তী
  13. হুগলি –  লকেট চট্টোপাধ্যায়
  14. কাঁথি –  সৌমেন্দু অধিকারী
  15. ঘাটাল – হিরন্ময় চট্টোপাধ্যায়
  16. পুরুলিয়া –  জ্যোতির্ময় সিং মাহাতো
  17. বাঁকুড়া – ড. সুভাষ সরকার
  18. বিষ্ণুপুর –  সৌমিত্র খাঁ
  19. আসানসোল –  পবন সিং
  20. বোলপুর –   প্রিয়া সাহা