লোকসভা নির্বাচনের (Loksabha Vote 2024) দিনক্ষণ এখনো অবধি ঘোষণা হয়নি। এরই মাঝে বাংলায় এল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, আজ শনিবার পলিটেকনিক কলেজে পৌঁছেছে আধাসামরিক বাহিনীর (Paramilitary Forces) প্রথম দল।
সূত্রের খবর, শনিবার সকালে হলদিবাড়ি থেকে শিলিগুড়িতে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর একটি দল। তাৎপর্যপূর্ণভাবে শিলিগুড়ির কাছে জাবরাভিটায় পলিটেকনিক কলেজ হস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী এই দিন তাদের রুট মার্চ করবে বলে আশা করা হচ্ছে। দার্জিলিং জেলায় ৫ কোম্পানি, জলপাইগুড়ি জেলায় ১০ কোম্পানি এবং কালিম্পংয়ে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।