Urvashi: ২৪ ক্যারেট সোনার কেক কাটলেন উর্বশী! ছিঁড়ে ছিঁড়ে খেলেন সোনার পাপড়ি

Urvashi: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি ২৫ ফেব্রুয়ারি নিজের ৩০ তম জন্মদিন উদযাপন করেছেন। উর্বশীর এই জন্মদিনটা ছিল খুব স্পেশাল। এ বছর তিনি শুধু ২…

Urvashi

Urvashi: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি ২৫ ফেব্রুয়ারি নিজের ৩০ তম জন্মদিন উদযাপন করেছেন। উর্বশীর এই জন্মদিনটা ছিল খুব স্পেশাল। এ বছর তিনি শুধু ২ লাখ নয় ৩ কোটি টাকার কেক কাটেন। এই কেকটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি, যা অভিনেত্রীকে উপহার দিয়েছিলেন র‍্যাপার হানি সিং। উর্বশীর এই সোনার কেক নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। এই কেক নিয়ে ভক্তদের মজার প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে এবার এই সোনার কেক নিয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানা গেল। জানালেন এই কেক দেখে তার কেমন লাগছে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by VIGDIYAN HEERYAN (Second dose) ❤️‍🩹 (@urvashirautela)

   

উর্বশী রাউতেলার একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে, অভিনেত্রীকে তার ২৪ ক্যারেটের ‘সোনার কেক’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উর্বশী বলেছেন, ‘মানুষ জিজ্ঞেস করেছিল আমরা এটা খাব নাকি নিরাপদে রাখি। এটি অবশ্যই একটি খুব সুন্দর কেক।’ এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয় যে, আপনি কি কখনো মনে মনে ভেবেছেন যে একটি কেকের দাম ১ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা না হয়ে ৩ কোটি টাকা পর্যন্ত হতে পারে। কি ছিল সেই কেকটিতে? এ নিয়ে উর্বশী বলেন, ‘খুব সুন্দর কেক ছিল। এটা ছিল আসল সোনা দিয়ে তৈরি চারতলা কেক। আমি সেই কেকের সমস্ত সোনার পাপড়ি খেয়েছি।’

Advertisements

হানি সিং তার ৩০ তম জন্মদিনে উর্বশী রাউতেলাকে সেই সোনার কেকটি উপহার দিয়েছিলেন। হানি সিংয়ের সঙ্গে কেক কেটেছিলেন উর্বশী। এই কেকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গ্লোবাল তারকা উর্বশী আজ সোশ্যাল মিডিয়ায় একটি বড় নাম। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)