তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের (Erling Haaland) দারুণ নৈপুণ্যে এফএ কাপের (FA Cup) ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি (Manchester City)। পাঁচ গোল করে ম্যাচের নায়ক হালান্ড। তাঁকে চারটি গোল করতে সাহায্য করেন কেভিন ডি ব্রুইন। ক্লাবের হয়ে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে পাঁচ গোল করলেন হালান্ড।
পায়ের ইনজুরির কারণে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঠ থেকে দূরে ছিলেন আর্লিং হালান্ড। লুটন টাউনের বিরুদ্ধে হওয়া এই ম্যাচের মাধ্যমে পুরনো ফর্মে ফেরার আভাস দিলেন নরওয়ের স্ট্রাইকার। সিটির হয়ে ষষ্ঠ গোলটি করেন মাত্তেও কোভাচিচ (৭২ মিনিট) এবং লুটনের হয়ে জোড়া গোল করেন জর্ডান ক্লার্ক (৪৫ ও ৫২ মিনিট)। ম্যাচে হালান্ডের সামনে ডাবল হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও ৭৭ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বদলি খেলোয়াড় হিসেবে জুলিয়ান আলভারেজকে মাঠে নামান সিটি কোচ পেপ গার্দিওলা।
ম্যাচের ৩ ও ১৮ মিনিটে যথাক্রমে নিজের প্রথম ও দ্বিতীয় গোল করেন হালান্ড। ৪০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এরপর ৫৫ ও ৫৮ মিনিটে করেন নিজের চতুর্থ ও পঞ্চম গোল।
Highlights of our fifth round FA Cup victory, including 5️⃣ goals from @ErlingHaaland! 😮💨 🙌 pic.twitter.com/rLcf9BRfi4
— Manchester City (@ManCity) February 28, 2024
এফএ কাপের অন্য ম্যাচে পেনাল্টি শুটআউটে ব্ল্যাকবার্ন রোভারকে ৪-৩ গোলে হারিয়েছে নিউক্যাসল। নির্ধারিত সময়ে স্কোর ছিল ১-১। অন্যদিকে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেন লেস্টারের আবদুল ফেতেউ ইসাহাকু।