আসন্ন কলকাতা ডার্বি (Mohun Bagan vs East Bengal) নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১০ মার্চ কলকাতা (Kolkata) ডার্বি হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই ডার্বি (ISL Derby) আদৌ আয়োজন করা সম্ভব হবে কি না সে ব্যাপারে নিশ্চয়তা নেই এখনও। এমনকি ম্যাচের টিকিটের ব্যাপারেও শোনা যাচ্ছে বড়সড় কিছু দাবি।
আগামী ১০ মার্চ ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। একই দিনে রয়েছে তৃণমূলের জনসভা। কিছু দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জনসভার কথা জানিয়েছিলেন। আইএসএল ডার্বির তারিখ তার আগে থেকেই ঠিক করা রয়েছে। কিন্তু একসঙ্গে দুটো বড় হাইভোল্টেজ ইভেন্ট হওয়ার কথা রয়েছে। দুটো ইভেন্ট একই সঙ্গে হওয়া আদৌ সম্ভব কি না সে ব্যাপারে উঠেছে প্রশ্ন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, আসন্ন কলকাতা ডার্বি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যাচটি যে হবেই, সেটা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ থেকে দাবি করা হচ্ছে, ডার্বির টিকিট ছাপানোর ব্যাপারে ইমামির পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি।
পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে সমাধান সুত্র বের করার চেষ্টা চালাচ্ছে বলে খবর। ইন্ডিয়ান সুপার লীগের আয়োজক আরএফডিএল, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকেও জট ছাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তবে সমাধান সূত্র আপাতত অধরা বলে মনে করা হচ্ছে।
🚨 Derby Update:
Emami has not been given permission to print tickets. The derby is still uncertain. FSDL, MBSG, EBFC management, State sports and Police are trying to find a solution. The news of derby postponed to Monday, March 18, published by a news agency, is not correct.— Mariners’ Arena (@ArenaMariners) February 28, 2024
এরই মধ্যে কেউ কেউ দাবি করতে শুরু করেছেন দশ তারিখের ডার্বি নাকি স্থগিত করে দেওয়া হয়েছে। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকে ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। সত্যি কি বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে দশ তারিখের ডার্বি? আপাতত এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ডার্বি বাতিল কিংবা পিছিয়ে দেওয়া সংক্রান্ত যে দাবি বা গুঞ্জন সম্প্রতি শোনা যাচ্ছে সেটা ঠিক না। আগামী ১০ মার্চের কলকাতা ডার্বি এখনও বাতিল কিংবা পিছিয়ে দেওয়া হয়নি।