‘এভাবে সরকার চালানোর জন্য আমার নোবেল পাওয়া উচিৎ’, আজব দাবি মুখ্যমন্ত্রী কেজরির

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বড় মন্তব্য করেছেন। তিনি যে এমন মন্তব্য করতে পারেন সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।…

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বড় মন্তব্য করেছেন। তিনি যে এমন মন্তব্য করতে পারেন সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।

তিনি বলেছেন, “বিজেপি (BJP) দিল্লিতে স্কুল ও হাসপাতাল নির্মাণ বন্ধ করার চেষ্টা করেছিল। তারা চায় না যে দরিদ্ররা তাদের সন্তানদের মতো একই স্তরের শিক্ষা পাক। আমি যে কীভাবে দিল্লিতে সরকার চালাচ্ছি সেটা শুধুমাত্র আমিই জানি। এর জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।”

   

আসন্ন লোকসভা ভোটে (Loksabha Vote 2024) ইন্ডিয়া জোটের কী অবস্থা হবে সেটা নিয়েও মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘আই.এন.ডি.আই.এ জোট দিল্লির সাতটি আসনই জিতবে। আমরা দিল্লিবাসীর উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করি, বিজেপির লোকেরা দিল্লিকে ধ্বংস করতে, দিল্লিবাসীকে অসন্তুষ্ট করতে ব্যস্ত। যে খুন করে তার চেয়ে যে উদ্ধার করে সে বড়।’

মুখ্যমন্ত্রী জানান, ‘করোনার সময় থেকে দিল্লির ১১ লক্ষ বাড়িতে জলের বিল বেড়েছে। কিছু লোকের জন্য ৩ লক্ষ থেকে ১ লক্ষ টাকার বিল ছিল তবে জলের সংযোগ অব্যাহত ছিল। বিজেপি সরকার থাকলে মানুষের জল সংযোগ কেটে দিত। কিন্তু আপনার ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ আপনার সংযোগ বিচ্ছিন্ন করার সাহস পাবে না।’