ওড়িশা এফসি (Odisha FC) বনাম মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। গুরু (Antonio Lopez Habas) বনাম শিষ্য (Roy Krishna)। শনিবারের টেবিল টপারদের ম্যাচকে অনেকভাবে ভাগ করা যেতে পারে। টুকরো টুকরো অনেক সমীকরণ, ‘বনাম’। মাঠে বল গড়ানোর আগে দুই দল বুঝিয়ে দিল প্রতিদ্বন্দ্বিতা কেবল নব্বই মিনিটের জন্য। তার আগে সৌহার্দ্য।
শনিবারের ওড়িশা এফসি বনাম মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। চলতি মরসুমে সবুজ মেরুন ব্রিগেডের পথের কাঁটা হয়ে উঠেছে ওড়িশা এফসি। এদিনও ওড়িশার বাধা টপকে পুরো পয়েন্ট অর্জন করতে পারেনি বাগান। ম্যাচ গোল শূন্য। তবে শূন্য রইল না ফুটবল প্রেমীদের অভিজ্ঞতার ঝুলি।
ম্যাচ শুরু হওয়ার আগে ডাগ আউটে মিলিত হয়েছিল দুই দল। লিস্টন কোলাসো সহ উপস্থিত দুই দলের অনেকে মধ্যে চলল হাসি মুখে সাক্ষাৎ। তখন দেখে কে বলবে দুই পক্ষই একে অন্যের থেকে পয়েন্ট মরীয়া?
এই ম্যাচের আগে মোহন বাগান সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের কাছে উত্থাপন করা হয়েছিল রয় কৃষ্ণার নাম। হাবাস বলেছিলেন, “রয় কৃষ্ণা যদি আমার দলে খেলত, তা হলে না হয় ওকে নিয়ে আলদা করে কোনও পরিকল্পনা করা যেত। রয় অসাধারণ খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি আমি। এখন ও আমার প্রতিপক্ষ। কিন্তু ফুটবলে এ রকমই হয়। ওকে আটকানোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই।”
খেলা শুরু হওয়ার আগে গুরু শিষ্য এগিয়ে এসেছিলেন একে অন্যের সঙ্গে সাক্ষাতে। দুজনের মুখেই চওড়া হাসি। স্নেহের সঙ্গে রয় কৃষ্ণাকে জড়িয়ে ধরলেন গুরু হাবাস। কৃষ্ণার মুখেও হাসি। দীর্ঘ বিরতির পর যেন দুই বন্ধুর মোলাকাত।
The bond between Roy and Habas 🔥❤
I can see nothing but respect in the eyes of Roy pic.twitter.com/X5xs2ej4ZX— Mohun Bagan Hub (@MohunBaganHub) February 24, 2024