কলকাতা: ভালোবাসার মরশুম কাটতে না কাটতেই এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গেল সোনার৷ ভ্যালেন্টাইন্স সপ্তাহে দু-তিন দিন দাম কমেছিল হলুদ ধাতুর৷ সোমবারের পর মঙ্গলবারও ঊর্ধ্বমুখী হল সোনা৷ বিয়ের মরশুমে সোনার দাম বাড়তেই কপালে চিন্তার ভাঁজ আমজনতার৷ তবে কিছুটা দাম কমেছে রুপোর৷
একনজরে দেখে নিন মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম৷
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬২ হাজার ৬৮০ টাকা৷ সোমবার এই সোনার দাম ছিল ৬২ হাজার ৬৭০ টাকা৷ অর্থাৎ ১০ টাকা বেড়েছে৷
২২ ক্যারেটের সোনার দামও এদিন ১০ গ্রামে ১০ টাকা বেড়েছে৷ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪৬০ টাকা৷ সোমবার দাম ছিল ৫৭ হাজার, ৪৫০ টাকা৷
১৮ ক্যারেটের সোনার দামও ১০ গ্রামে ১০ টাকা বেড়েছে৷ ফলে এদিন ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭ হাজার ১০ টাকা৷
অন্যদিকে, ১০০ গ্রাম রুপোয় ১০ টাকা দাম কমেছে৷ মঙ্গলবার ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯০ টাকা৷ সোমবার দাম পৌঁছে গিয়েছিল ৭ হাজার ৬ টাকায়৷