আজ বিকেলেই নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)। দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স থেকেছে ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকোর। তিনি নিজে গোল না পেলেও তার অ্যাসিস্ট থেকে অধিকাংশ গোল তুলে নিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। বলতে গেলে, নিজের চোট সমস্যা কাটানোর পর দলে ফিরে আবারো যে নিজের পুরনো ছন্দেই খেলে চলেছেন কাউকো তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। প্রথমেই দলের তরুণ উইঙ্গার লিস্টন কোলাসোর করা গোলে সমতা ফেরায় দল। তারপর অজি বিশ্বকাপার জেসান কামিন্সের পা থেকে আসে দ্বিতীয় গোল।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রেন্ড নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও সুযোগ বুঝে গোল করতে ভোলেননি দিমিত্রি পেট্রাতোস। পরবর্তীতে সেই ব্যবধান বাড়ান সাহাল আব্দুল সামাদ। এই জয়ের দরুন আবারো নিজের পুরনো ছন্দে ফিরে আসলো সবুজ-মেরুন। এফসি গোয়াকে পিছনে রেখে আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহনবাগান। সব ঠিকঠাক চলতে থাকলে এবারের এই টুর্নামেন্টের লিগলিল্ড জয়ের অনেকটাই কাছে চলে আসবে হাবাসের ছেলেরা। সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে আরো কিছুটা উন্নত পর্যায়ে চলে আসবে কলকাতা ময়দানের এই প্রধান। সেইদিকেই তাকিয়ে দলের আপামর সমর্থকেরা।
কিন্তু তার আগে দলেরই পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অধিনায়ক শুভাশিস বসু বলেন, বর্তমানে দল যথেষ্ট ভালো খেলছে। তাছাড়া দলের অভ্যন্তরীণ পরিস্থিতিও যথেষ্ট আরামদায়ক। তাছাড়া গত গোয়া ম্যাচ জয় করার পর এবারের লিগশিল্ডের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আমরা তা পূরণ করতে পেরেছি।
এবার ওডিশা ম্যাচ জেতাই আমাদের অন্যতম লক্ষ্য। তবে তার আগে কিছুদিন দলের ফুটবলাররা একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। গত কয়েক সপ্তাহে একনাগাড়ে ম্যাচ খেলে এসেছে আমাদের ছেলেরা। এবার কিছুটা সময় নিয়েই লড়াই করা যাবে। তাছাড়া দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সমর্থকরা। যা সত্যি আনন্দের।