মুখোমুখি ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম শক্তিশালী দুই দল। ফর্মে না থাকলেও মোহন বাগান সুপার জায়ান্টের স্কোয়াড সমীহ করার মতো। শেষ ম্যাচে তারা জিতেছে। অন্য দিকে এফসি গোয়া চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। ধারাবাহিক পারফরম্যান্সের পিছনে অবদান রাখছেন জয় গুপ্তা (Joy Gupta )। বাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে জয়ের চোখেমুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস।
এবারের মরসুমে অন্যতম সেরা আবিষ্কার জয় গুপ্তা। দলের সম্প্রতিতম ম্যাচে করেছেন চোখ ধাঁধানো গোল। মোহন বাগান সুপার জায়ান্টকে সমীহ করলেও জানিয়ে রাখলেন এফসি গোয়া কোনো অংশে কম নয়।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জয় গুপ্তা বলেছেন, “অবশ্যই খুব বড় ম্যাচ। প্রত্যেক ফুটবলার এরকম বড় ম্যাচে খেলার জন্য মুখিয়ে থাকেন, আমরাও মুখিয়ে রয়েছে। মোহন বাগান সুপার জায়ান্ট অবশ্যই ভালো দল। তেমনই আমাদের দলেও প্রচুর রসদ রয়েছে। মোহনবাগানে খেলা ফুটবলার রয়েছে আমাদের দলে।”
Jay Gupta and Head coach @2014_manel preview our big clash against Mohun Bagan Super Giant tomorrow.
Watch the full press conference on our YouTube channel,https://t.co/xpmbI0BhXP pic.twitter.com/tPIYBwKyR9
— FC Goa (@FCGoaOfficial) February 13, 2024
এফসি গোয়া কোচ মানালো মার্কেজের পাশে বসে এরপরেই তিনি যোগ করেছেন, “আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আমাদের কী করা উচিৎ আর কী করা উচিৎ নয় সে সম্পর্কে ধারণা রয়েছে।”