১০ তারিখ হায়দরাবাদ এফসির বিপক্ষে সহজ জয় পেয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এরফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসলো সবুজ-মেরুন। যা আগামীতে বাড়তি অক্সিজেন দেবে দলের ফুটবলারদের। প্রথম থেকেই অনবদ্য ছন্দে থেকেছে মোহনবাগান।
সুযোগ বুঝে দুর্বল হায়দরাবাদের রক্ষণে বারংবার আক্রমণ শানিয়েছে হাবাসের ছেলেরা। যার সুবাদেই আসে গোল। অনিরুদ্ধ থাপার পা থেকে আসে প্রথম গোল। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ময়দানের এই প্রধান। তারপর প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময় গোল করে ব্যবধান বাড়ান জেসান কামিন্স।
এই জয় নিয়ে খুশির আমেজ সমর্থকদের মধ্যে। হাতে কয়েকটি দিন। তারপরেই মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে খেলতে হবে বাগান ব্রিগেডকে। তার আগে নিজেদের সব রকমভাবে ঝালিয়ে নিচ্ছেন কামিন্স-সাদিকুরা। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরেছেন লিস্টন কোলাসো ও দীপক টাংড়িরা। এমনকি শুভাশীষ বসু থেকে শুরু করে দলের বাকি ভারতীয় ফুটবলাররাও অনুশীলন করেছেন ব্যাপকভাবে। নিজেদের পুরনো ছন্দে ফিরতে যে মরিয়া মোহনবাগান তা কিন্তু এক কথায় স্পষ্ট।
তবে অনুশীলন করতে গিয়েই আচমকা চোট পান দলের তরুণ তারকা সুহেল ভাট। গোড়ালিতে হালকা চোট এসেছে এই ফুটবলারের। আশা করা যাচ্ছে গোয়া ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন তিনি।