FIH Pro League: হরমনপ্রীতের জোড়া গোলে স্পেনকে হারাল ভারত

রবিবার ভুবনেশ্বরে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) প্রো হকি লীগের (FIH Pro League) ম্যাচে ভারত বনাম স্পেনের মধ্যে খেলা হয়েছে। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে…

India beat Spain in FIH Pro League match

short-samachar

রবিবার ভুবনেশ্বরে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) প্রো হকি লীগের (FIH Pro League) ম্যাচে ভারত বনাম স্পেনের মধ্যে খেলা হয়েছে। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।

   

সাত মিনিটে গোল করার পর ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথমার্ধের শেষ দিকে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। গোল করেন যুগরাজ সিং। তিন গোলে পিছিয়ে পড়ার পর ৩৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন অধিনায়ক মিরেলস মার্ক।

৫০ মিনিটে ভারতের হয়ে ফিল্ড গোল করেন ললিত কুমার উপাধ্যায়। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।