পরাজয়, তার ওপর কার্ড সমস্যা। আগামী ম্যাচে খেলতে পারবেন না ক্লেইটন সিলভা (Cleiton Silva)। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এই ম্যাচে কার্ড সমস্যায় মাঠে নামতে পারবেন না লাল হলুদ অধিনায়ক।
শনিবার (১০ ফেব্রুয়ারি) নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। সাম্প্রতিক ফর্মের বিচারে মাঠে নামার আগে পাল্লা ভারী ছিল ইস্টবেঙ্গলের দিকে। গুয়াহাটির মাঠে খেলা হওয়ার সুবাদে অ্যাডভান্টেজ ছিল নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে। শেষ পর্যন্ত পাঁচ গোলের ম্যাচে জয় পেয়েছে দেশের উত্তর পূর্ব অঞ্চলের আইএসএল দলটি।
ম্যাচের ফলাফল ৩-২। অ্যাওয়ে ম্যাচে পরাজিত ইস্টবেঙ্গল। এই ম্যাচে গোল না পেলেও হলুদ কার্ড দেখেছেন লাল হলুদ ব্রিগেডের অধিনায়ক ক্লেইটন সিলভা। মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচেও দেখেছিলেন একটি হলুদ কার্ড। যার ফলে কার্ড সমস্যায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আসন্ন ম্যাচে তিনি খেলতে পারবেন না।
মরসুমের শুরুর দিকে প্রত্যাশিত ফর্মে না থাকলেও ক্রমে নিজের ছন্দে ফিরেছিলেন ব্রাজিলের ক্লেইটন সিলভা। দলের হয়ে গোল করার ব্যাপারে তিনি হয়ে উঠেছিলেন অন্যতম ভরসার মুখ। আজকের ম্যাচে গোল পেয়েছেন নতুন বিদেশি ভাসকুয়েস। সিলভার অনুপস্থিতিতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাঁকে নিতে হতে পারে বড় দায়িত্ব।