সাফ অনূর্ধ্ব-১৯ মেহেরের ফুটবলে (SAFF U19 Women’s Football) ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি বেশ বিতর্ক তৈরি করেছিল। পরিস্থিতি এমন ছিল যে ভারতীয় দলকে প্রথমে বিজয়ী ঘোষণা করা হলেও পরে ভারত ও বাংলাদেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করতে হয়।
মেয়েদের অনূর্ধ্ব ১৯ SAFF চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। বিরতির আগে শিবানীর গোলে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিতু লিন্ডার বাড়ানো পাস থেকে গোল করেন শিবানী। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের কিছু আগে স্কোরলাইন ১-১ করে বাংলাদেশ।
ম্যাচের ফলাফল নির্ধারণ করার জন্য শুরু হয় পেনাল্টি শ্যুট আউট। সেখানেও ড্র। দুই দলই এগারোটি করে শট প্রতিপক্ষের জালে জড়াতে সফল হয়। এরপর?
পেনাল্টি শ্যুট আউট আরও দীর্ঘায়িত না করে টসের মাধ্যমে বিজেতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। টসে জিতে ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ভারত।
ঘরের মাঠে খেলা হওয়ায় ঢাকার মাঠে ছিল বাংলাদেশী ফুটবল সমর্থকদের উপচে পড়া ভিড়। টসের মাধ্যমে ভারতের জয় মেনে নিতে পারেননি মাঠে উপস্থিত জনতা। মুহূর্তে উত্তাপ ছড়ায় গ্যালারিতে। অভিযোগ, মাঠে উড়ে আসতে শুরু করে পাথর, জলের বোতল। প্রতিবাদ জানাতে থাকে বাংলাদেশী দল। জয় উদযাপন করে দ্রুত মাঠ থেকে উঠে যায় ভারতীয় দল। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে স্টেডিয়ামের ভিতর রাখা হয় টিম ইন্ডিয়াকে।
Unreal scenes in SAFF U19 Championship Final
India and Bangladesh tied 11-11 after Penalties
India win the final by Coin Toss
BD team distraught
Dhaka fans throw stones and bottles, barricades broken
India Team celebrate extensively
Dhaka Police lathi charge.
Well played BD. pic.twitter.com/4tL99QmOR7— Sayak Dipta Dey (@sayakdd28) February 8, 2024
চমকপ্রদ বিষয় হলো, ভারত ও বাংলাদেশকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে দেওয়া হবে।