গত মাসের শেষে সুপার কাপ জয়ের পরেই দল থেকে বাদ দেওয়া হয় স্প্যানিশ ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও টোরোকে। বাকি মরশুমের জন্য লোনের মাধ্যমে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ফরোয়ার্ড হিসেবে এবার কাকে চূড়ান্ত করবে ইস্টবেঙ্গল (East Bengal )।
অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১লা ফেব্রুয়ারী নিজেদের নয়া ফরোয়ার্ডের নাম ঘোষণা ময়দানের প্রধান। এক্ষেত্রে চূড়ান্ত করা হয় ফেলিসিও ব্রাউন ফোবর্সকে। আইএসএলের এই বাকি মরশুমের জন্য এই কোস্টারিকান ফরোয়ার্ডের উপরেই ভরসা রেখেছে লাল-হলুদ ব্রিগেড।
যারফলে, এবার থেকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ৩২ বছরের এই দাপুটে ফুটবলারকে। একটা সময় এফএসভি ফ্র্যাঙ্কফুট থেকে শুরু করে রাকো ও হানজি সহ হাইনিউর মতো একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। সেখান থেকেই এবার ইস্টবেঙ্গল। এবার কলকাতার এই প্রধানের আদৌ কতটা সফল থাকেন এই তারকা সেদিকেই তাকিয়ে দলের কোচ কার্লোস কুয়াদ্রাত।
তবে এই স্প্যানিশ কোচের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই তার পছন্দের অধিকাংশ ফুটবলার ফুল ফুটিয়েছেন দলের জার্সিতে। সেকারনে এই ফুটবলারের উপরে ও অগাধ আস্থা রয়েছে সকলের।
🇨🇷 Felicio Brown Forbes : সরাসরি দলের সঙ্গে যোগ দিচ্ছেন নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের পূর্বেই ❤️💛#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/21xxHQgMDR
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) February 8, 2024
কিন্তু আদৌ তিনি কবে আসবেন সেই নিয়ে কোনো কিছুই তেমন জানা যায়নি তখন। এবার উঠে আসল নয়া তথ্য। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইট থেকে ভারতে আসার কথা জানান ফোবর্স। সেইসাথে তার বিমানে বসে থাকার একটি ছবিও আপলোড করা হয়। যা দেখে সহজেই ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। যতদূর খবর, আজ দুপুরের মধ্যেই গুয়াহাটি পৌঁছে যাবেন এই কোস্টারিকান তারকা।