এবার অমীমাংসিত ফলাফল নিয়ে শেষ হয়েছে আইএসএলের প্রথম লেগের ডার্বি। সম্পূর্ণ সময় শেষে খেলার ফলাফল থেকেছে ২-২ গোল। ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের হয়ে গোল করেন যথাক্রমে অজয় ছেত্রী ও ক্লেটন সিলভা। অন্যদিকে, মোহনবাগান সুপারজায়ান্টস দলের জার্সিতে গোল পান যথাক্রমে আর্মান্দো সাদিকু ও দিমিত্রি পেত্রাতোস। এগিয়ে থেকে ও জয় পাওয়া সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। অন্যদিকে, পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করল হাবাসের ছেলেরা। যারফলে, কিছুটা হলেও খুশি বাগান দলের ফুটবলাররা। তবে এই ম্যাচের রেফারিং নিয়ে খুব একটা খুশি নন কেউ।
এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। বিশেষ করে নন্দকুমারকে ফাউল করার প্রসঙ্গে রেফারির নিষ্ক্রিয়তার কথা একাধিকবার শোনা যায় তার মুখে। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে মোহনবাগান তারকা দিমিত্রি পেত্রাতোসের তরফ থেকে সায়ন ব্যানার্জীকে যেভাবে ধাক্কা মারা হয় সেই নিয়ে ও সমালোচনা করেন তিনি।
এক্ষেত্রে সবদিক মাথায় রেখেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ও দ্বারস্থ হওয়ার কথা ও শোনা যায় লাল-হলুদ শীর্ষকর্তার তরফ থেকে। এছাড়াও রেফারিং নিয়ে মুখ খুলতে দেখা যায় সবুজ-মেরুন কর্তাদের।
সেই ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠে আসছিল লাল-হলুদ ব্রিগেড । যারফলে ম্যাচের প্রথম চার মিনিটের মাথায় গোল করে যান অজয়। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় এসে গোল শোধ করে যান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তাই প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে সমান সমান। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমনের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ। সেখান থেকেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। তবে নির্ধারিত সময় শেষে হওয়ার আগেই গোল শোধ করেন দিমি।