Mahatma Gandhi: গান্ধীর নীতি আমার জীবনে প্রভাব ফেলেছে, বললেন অভিষেক

মঙ্গলবার, মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মৃত্যুবার্ষিকীতে জাতির জনককে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে, বিজেপি যেভাবে লাগাতার গান্ধীজির…

Abhishek Banerjee

মঙ্গলবার, মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মৃত্যুবার্ষিকীতে জাতির জনককে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে, বিজেপি যেভাবে লাগাতার গান্ধীজির নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে চলেছে, তা নিয়েও হতাশা ও আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisements

কড়া ভাষায় বিজেপির সমালোচনা করে তাদের মুখোশ খুলে দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপি আসলে মহাত্মা গান্ধীকে প্রতীক সর্বস্বে পরিণত করেছে। কিন্তু, আমাদের এই মহান দেশকে নিয়ে গান্ধীজির যে দর্শন ও আদর্শ ছিল, তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।

   

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “Today, it’s tragic to witness the insult meted out to our labourers through repeated reprehensible attacks on MGNREGS, a program that bears his name. On Gandhiji’s death anniversary, I solemnly pledge to persist in the noble struggle to protect the rights of the deprived”।

Advertisements

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, “The best way to find yourself is to lose yourself in the service of others. On Martyrs’ Day, I reflect on the profound influence Mahatma Gandhi has had on my life and the conscience of every Indian citizen. His teachings continue to inspire me at every juncture”।

গত ২৬ জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সাতদিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন। তার সাফ কথা ছিল, স্রেফ রাজনৈতিক কারণে ২০২১ সাল থেকে বাংলার জন্য বরাদ্দ যে বিপুল পরিমাণ টাকা আটকে রাখা হয়েছে, তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি।