বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার সকালেই ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লোনে এক বিদেশি ফুটবলারকে ছাড়ছে সুপার কাপ জয়ী ক্লাব।
সোমবার বোরহা হারেরাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল পুরো মাত্রায়। মঙ্গলবার সকালেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছিল মরসুমের বাকি সময়ে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সিতে আর খেলতে দেখা যাবে না স্প্যানিশ মিডফিল্ডারকে। সেটাই সত্যি হল। লোনে অন্য ক্লাবে যাচ্ছেন বোরহা হারেরা।
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ইন্ডিয়ান সুপার লীগের অপর ক্লাব এফসি গোয়াতে লোনে যোগ দিতে চলেছেন বোরহা হারেরা। চলতি মরসুমের বাকি অংশটুকু গোয়ার ক্লাবের সঙ্গে থাকবেন তিনি। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের পোস্টে লেখা হয়েছে, ‘একবার যে লাল হলুদ, চিরকাল সে লাল হলুদ। বোরহা তোমাকে ধন্যবাদ। কলিঙ্গ সুপার কাপের জন্য চিয়ার্স।’
🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄🚨
Borja Herrera joins FC Goa on loan till the end of the current season.
Once a Red & Gold, always a Red & Gold! Thanks for your time in the red & gold colours, Borja! Cheers for that #KalingaSuperCup triumph with us! ❤️💛🏆#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/vAJgfYWhQR
— East Bengal FC (@eastbengal_fc) January 30, 2024
শোনা যাচ্ছে, বোরহার বদলি হিসেবে নামকরা কোনো বিদেশি ফুটবলারকে নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল। মেজর লীগ সকার খেলা এক ফুটবলারের নাম খুব শোনা যাচ্ছে। তবে সেটা এখনও নিশ্চিত নয়। বোরহাকে অন্য ক্লাবে যেতে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না লাল হলুদ ক্লাব সমর্থকের অনেকে। সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখেছেন কেউ কেউ।