লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরাতে জনসংযোগ কর্মসূচিতে এসে তৃণমূল ও জোট নিয়ে মুখ খুললেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। জোটের ভবিষ্যৎ কি বলতে পারব না, কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ কি গণনা করে বলে দেব?
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রবিবার সকালে এগরা বিধানসভায় জনসংযোগ কর্মসূচি করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন ” রাজ্যে যে কাউকে ঢুকতে দেবে না, কংগ্রেসকেও আটকাচ্ছে! কে নেতা প্রধানমন্ত্রী হবে! নরেন্দ্র মোদী যতদিন থাকবে, তোমারা চেষ্টা করছো কেন। মোদী যতদিন আছে তোমরা কষ্ট করছ কেন।। তোমরা রাজ্য সামালাও লোককে সেবা দাও সেটা করতে পারছে না। এমন এরা কেউ কারো সঙ্গে থাকে না। মোদীর বিরুদ্ধে গেলে বাঁচার রাস্তা নেই,মোদীর সঙ্গে থাকুন। চা খেলে কি জোট হয়ে গেল নাকি, চা খান মনের কথা বলুন! তাতেই রাজনীতি কি আছে ।
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন ” জোট হয়েছে নাকি মনে করি না। তৃণমূলের ভবিষ্যৎ কোথায় বলুন, গণনা করে বলে দেব। খুঁজে পাবে না কাউকে। তার আগে তো অনেকে জেলে চলে যাবে। বাকিরা বাংলা ছাড়া হয়ে যাবে। দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূলের অবস্থা সিপিএমের থেকেও খারাপ হবে।’