আরও একটা ফাইনাল, আরও একটা পরাজয়। ক্রিকেটের পর হকি বিশ্বকাপেও (Hockey5s World Cup) ভারত হারল প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে। গোটা টুর্নামেন্ট দাপটের সঙ্গে খেলার পর ফাইনাল ম্যাচে এসে খেই হারাল টিম ইন্ডিয়া। যার পুরো সুযোগ নিয়ে বিশ্বকাপ জিতে নিল প্রতিপক্ষ দল।
ফাইভ সাইড মহিলা হকি বিশ্বকাপ ২০২৪ এর আসরে ভারত ফাইনালে উঠেছিল। প্রচুর গোল করে ফাইনালে পৌঁছেছিল ভারতের মহিলা ব্রিগেড। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শুরু থেকে ভারতের বিরুদ্ধে আক্রমণে যাওয়ার পথ বেছে নিয়েছিল নেদারল্যান্ডস। ০-৭ গোলে পিছিয়ে পড়েছিল ভারত। পরে দুটো গোল শোধ করলেও ফাইনাল ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় স্থানে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত।
So close, Yet so far!
We played well throughout the tournament but we couldn't win the game against Netherlands.
Congratulations Netherlands on winning the Inaugural Hockey 5s World Cup, Oman 2024.
Full-Time:
India 🇮🇳 2 : Netherlands 🇳🇱 7#hockeyinvites #Hockey5s… pic.twitter.com/6qAIesPn3h
— Hockey India (@TheHockeyIndia) January 27, 2024
সেমিফাইনালে ভারতের পারফরম্যান্স
২৬ জানুয়ারি রাতে হয়েছে সেমিফাইনাল। সেখানে দক্ষিণ আফ্রিকাকে ৬-৩ গোলে হারিয়েছিল ভারতের মহিলা দল। সেমিফাইনালের শুরুতে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সমতা ফেরায় ভারত। তারপর ফের লিড নিয়ে নেয় প্রতিপক্ষ। ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর শুরু হয়েছিল ভারতের আক্রমণ। এক সময় টিম ইন্ডিয়ার পক্ষে স্কোরলাইন হয় ৫-২। শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ৬-৩। ফাইনালে ওঠে ভারত।
Nothing less than the cup is our aim! 🏆
India🇮🇳 6 – South Africa🇿🇦 3
Yet another second-half genius display from our team, proving excellence is not just a moment but a habit🏑
A spectacular performance propelling them to the final against Netherlands 🌟#hockey5s… pic.twitter.com/C906h9iMNg
— Hockey India (@TheHockeyIndia) January 26, 2024