কলকাতা: প্রতিটি রাজনৈতিক দলের পাখির চোখ লোকসভা নির্বাচন৷ তাই নিজেদের খুঁটি সাজাতে ব্যস্ত শাসক-বিরোধী৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের দলকে এরাজ্যে জায়গা করাতে ফের বঙ্গ সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
বিজেপি সূত্রে খবর, ২৮ জানুয়ারি অর্থাৎ রবিবার রাত ৯টা ৫৫মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ সেখান থেকে নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন৷ সোমবার সকালে ওই হোটেল থেকে বেরিয়ে প্রথমে উত্তর ২৪ পরগনার বরানগরের মহামিলন মঠে যাবেন৷ সেখানে বিগ্রহ দর্শন এবং নাম সংকীর্তনে অংশ নেবেন৷
ওই দিন সকাল ১১টা নাগাদ মহামিলন মঠ থেকে বেরিয়ে ফের হোটেলে ফিরবেন শাহ৷ সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক ঘণ্টার বিশেষ বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ এরপরে দুপুর ২ টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন অমিত শাহ৷ সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে রওনা দেবেন পূর্ব মেদিনীপুরের মেচেদার উদ্দেশ্যে৷ মেচেদার ইসকন ময়দান হেলিপ্যাড গ্রাউন্ডে দুপুর ২ টো বেজে ৫৫ মিনিট নাগাদ পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী৷
সোমবার বেলা ৩ টে থেকে বিকেল ৪টে পর্যন্ত মেচেদায় জনসভা করবেন অমিত শাহ৷ সভা শেষে বিএসএফের হেলিকপ্টারে করে ফের কলকাতা বিমানবন্দরে ফিরবেন তিনি৷ সেখান থেকে ফিরবেন নিউ টাউনের হোটেলে৷ বিকেল ৫টা ৪৫মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাবেন সায়েন্সসিটি অডিটোরিয়ামে৷ সেখানে সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ দলীয় সম্মেলনে যোগ দেবেন শাহ৷ ৬ টা ১৫ থেকে ৭ টা ১৫ পর্যন্ত সায়েন্সসিটিতেই থাকবেন তিনি৷ এরপর সেখানেই নৈশভোজ করে রাত ৮টা নাগাদ পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে৷ সেখান থেকে ওই দিনই ফিরে যাবেন দিল্লিতে৷
রাজ্যে বিজেপি বিরোধী দল৷ তবে দলীয় সংগঠন জেলায় জেলায় ভাঙছে তার সাংগঠনিক রিপোর্ট বারবার পাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে বিজেপি অলিখিত উদ্যোক্তা হলেও অনুষ্ঠান ফ্লপ করে। ইতিমধ্যেই রিপোর্ট গেছে রাম মন্দির নিয়ে যতটা উন্মাদনা বাংলায় তোলার কথা ছিল তা হয়নি। নিম্নস্তরে দুধকুমার মণ্ডলের মতো পুরনো বিজেপি নেতারা রাজ্য নেতাদের উপর ক্ষিপ্ত। শিয়রে লোকসভা ভোট। শাহ টার্গেট দিয়েছেন ৩৫টি আসন। পরিস্থিতি খতিয়ে দেখতে তাই তিনি ফের রাজ্য সফরে।