গতকাল, বৃহস্পতিবার কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি এবং ওডিশা এফসি। নির্ধারিত সময়ের শেষে ১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। পেনাল্টি থেকে গোল আদায় করেছেন দলের অন্যতম দাপুটে ফুটবলার দিয়াগো মরিসিও। তাকে সামনে রেখেই এই টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পেতে চাইছে দল। পরবর্তীতে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি রনবীর কাপুরের মুম্বাইয়ের। যার দরুন অতি সহজেই জয় ছিনিয়ে নেয় সার্জিও লোবেরার ছেলেরা।
যার দরুন এবার তাদের লড়াই করতে হবে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিপক্ষে। ম্যাচটা যে সহজ নয় তা সকলের জানা রয়েছে। তাই গতকাল দ্বিতীয় সেমিফাইনাল দেখতে আসেন লাল-হলুদ কোচ। শেষ পর্যন্ত ওডিশা জয় পাওয়ায় রাতের ঘুম যে কার্যত উড়ে গিয়েছে লাল-হলুদ কোচের তা কিন্তু বলাই চলে।
আসলে, গত ফুটবল মরশুমের শুরুতে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও পরবর্তীতে সুপার কাপের ফাইনালে উঠে আসে দল। শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় ওডিশা। এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৎকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। যার দরুন এএফসি কাপে সুযোগ করে নেয় দল। এবার ও তাই এই কাপ টুর্নামেন্ট জিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে দল।
এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিতে দেখা যেতে পারে দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকে। তবে গতকালের ম্যাচে রেফারিং নিয়ে দেখা দিয়েছে একাধিক বিতর্ক। বিশেষ করে ওডিশা দলের পেনাল্টি আদায় করার পাশাপাশি মুম্বাই দলের খেলোয়াড়দের কার্ড দেখানোর ক্ষেত্রে।
এই নিয়েই এবার সরব হলেন মুম্বাই সিটি এফসির দাপুটে ফুটবলার জর্জ পেরেইরার স্ত্রী মাইলাডা ডাটা। নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, এবার সার্কাস বন্ধ হোক। এবারে ও ওডিশা এফসিকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করার চেষ্টা চলছে। এই টুর্নামেন্ট কার্যত অর্থহীন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। উল্লেখ্য, আগেও রেফারিং নিয়ে অভিযোগ উঠে এসেছে একাধিকবার। তবে সেই সময় সেভাবে কর্নপাত করেনি ফেডারেশন। তবে এবার কোনো ভারতীয় নয়, রেফারিং নিয়ে বিষ্ফোরক অভিযোগ আনলেন খোদ বিদেশী ফুটবলারের স্ত্রী।