Kalinga Super Cup: সুপার কাপের ফাইনাল প্রসঙ্গে কী বলছেন কুয়াদ্রাত? জেনে নিন

কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম সেমিফাইনালে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। গোল পেয়েছেন বহু…

carles cuadrat

কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম সেমিফাইনালে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। গোল পেয়েছেন বহু আলোচিত স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো। ক্লেটন সিলভা পেনাল্টি থেকে গোল করতে না পারলেও অধিনায়ক হিসেবে যথেষ্ট চনমনে থেকেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আজ দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে সার্জিও লোবেরার ওডিশা এফসি। এখন এই ম্যাচের দিকেও নজর থাকবে সকলের। এই দুই দাপুটে ক্লাবের মধ্যেই যেকোনো একজন শেষ ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গলের। তবে যারাই আসুক তাদের আটকাতে গিয়ে মে কার্যত কালঘাম ছুটবে এই প্রধানের তা কিন্তু বলাই চলে।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে বিশেষ করে সুপার কাপে অনবদ্য পারফরম্যান্স ছিল ওডিশা এফসির। সেবার ক্লিফোর্ড মিরান্ডার হাত ধরে চূড়ান্ত সাফল্য পেয়েছিল ওডিশা। ফাইনালে তারা পরাজিত করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে‌। এবছর সার্জিও লোবেরার হাত ধরে অনবদ্য ছন্দে রয়েছে দল। বিশেষ করে নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় বাড়তি অ্যাডভান্টেজ যে থাকবে তাদের কাছে, সেটা বলাই যায়। অন্যদিকে, হারানো পারফরম্যান্স ফেরানোর লক্ষ্য থাকবে মুম্বাই সিটি এফসির। স্টুয়ার্ট দলে না থাকলেও তার বিকল্প হিসেবে একাধিক ফুটবলারদের দিকে বাড়তি গুরুত্ব দেবেন দলের নতুন কোচ পেট্রো ক্র্যাটকি। সেইমতো আজকের ম্যাচের গুটি সাজাচ্ছেন নয়া কোচ।

   

কিন্তু প্রতিপক্ষ হিসেবে কাকে চাইছেন কুয়াদ্রাত? এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সেমিতে ছেলেরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। যারফলে, সহজেই জয় এসেছে। তবে জামশেদপুর যেভাবে চাপ বাড়াচ্ছিল সেই কথাও মাথায় রাখতে হবে। সেদিকে নজর রেখেই রক্ষনভাগে জোর দিতে হবে। সেইসাথে ক্লেটনের পেনাল্টি মিস হয়েছে।

তবে এবার ফাইনাল ম্যাচ। সমর্থকদের আবেগ জড়িয়ে রয়েছে‌। তাই এক্ষেত্রে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে‌। বিশেষ করে ওডিশা এফসি গতবারের চ্যাম্পিয়ন থেকেছে‌। তাদের ঘরের মাঠে ম্যাচ থাকায় যথেষ্ট অ্যাডভান্টেজ থাকবে তাদের হাতে‌। তবে আমাদের লড়াই করে জেতার চেষ্টা থাকবে।