Rail Accident: ট্রেনের চাকায় পিষে মৃত্যু ৩ রেলকর্মীর, তদন্ত শুরু রেলের

সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছিল। বড় দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য তড়িঘড়ি সারাইয়ের কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা। সেই ঘন কুয়াশা ভেদ করে নজরেই পড়লেন না তারা।…

Rail Accident: ট্রেনের চাকায় পিষে মৃত্যু ৩ রেলকর্মীর, তদন্ত শুরু রেলের

সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছিল। বড় দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য তড়িঘড়ি সারাইয়ের কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা। সেই ঘন কুয়াশা ভেদ করে নজরেই পড়লেন না তারা। লোকাল ট্রেনের নীচে চাপা পড়লেন তিন কর্মী । পিষে মৃত্যু হয় তিনজনেরই। দুর্ঘটনাটি (Rail Accident) ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়।

Advertisements

সোমবার রাতে পশ্চিম রেলওয়ের অধীনে ভাসাই স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই ট্রাকে সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছিল। তা সারাই করতেই গিয়েছিলেন চিফ সিগন্যালিং ইন্সপেক্টর বাসু মিত্র, ইলেকট্রিকাল সিগন্যালিং মেইনটেনার সোমনাথ উত্তম লামবুত্রে ও হেল্পার সচিন ওয়াংখেড়ে। এরা সকলেই পশ্চিম রেলওয়ের মুম্বই ডিভিশনের সিগন্যালিং বিভাগের কর্মী ছিলেন।

   

রেল সূত্রে জানা গেছে, রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চার্চগেটের উদ্দেশে যাচ্ছিল লোকাল ট্রেনটি। সেই সময়ই ভাসাই রোড ও নাইগাঁও স্টেশনের মাঝে সিগন্যালিং পয়েন্ট ঠিক করছিলেন ওই তিন কর্মী। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়ায়, ওই রেলকর্মীদের দেখতে পাননি লোকাল ট্রেনের চালক। ধাক্কা মারে ট্রেনটি। ট্রেনের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন কর্মীর।

Advertisements

রেলের তরফে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবার পিছু ৫৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর আগে, গত অক্টোবর মাসে এক দৃষ্টিহীন মহিলা লোকাল ট্রেনে উঠতে গিয়ে দুটি বগির মাঝখানে পড়ে যান। চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।