সোমবার অযোধ্যার গ্র্যান্ড রাম মন্দিরে (Ram Mandir) রামলালার অভিষেক সম্পন্ন হয়েছে। রামলালার অভিষেকের মূল হোস্ট ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার পুজো শেষে মন্দির চত্বর থেকে ভক্তদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উঠতেই জয় শ্রীরাম স্লোগান দেন তিনি। এরপরই আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। তরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান রামের কাছে ক্ষমা চাইলেন।
মোদী বলেন, ৫০০ বছর পর আজ রাম মন্দির পেয়েছেন রাম ভক্তরা। এগুলি সময়ের চক্রে থেকে যাবে। মাতা জানকী, ভরত ও লক্ষ্মণ সবাইকে প্রণাম। তিনি আরও বলেন যে, তিনি গর্ভগৃহে সাক্ষী হিসাবে থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন। এখন আর আমাদের রামলালা তাঁবুতে থাকবে না। এই কথা বলে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী মোদী জানান, রামলালা এখন থেকে ঐশ্বরিক মন্দিরে থাকবেন। এই মুহূর্তটি পবিত্র। ভগবান রামের আমাদের সকলের উপর আশীর্বাদ রয়েছে।
#WATCH | Ayodhya: Prime Minister Narendra Modi says, “Today, I also apologise to Lord Shri Ram. There must be something lacking in our effort, sacrifice and penance that we could not do this work for so many centuries. Today the work has been completed. I believe that Lord Shri… pic.twitter.com/v6F8cLcO23
— ANI (@ANI) January 22, 2024
তারপর ভগবান রামের কাছে ক্ষমা চেয়ে মোদী বলেন, আমাদের পরিশ্রম, ত্যাগ এবং তপস্যাতে নিশ্চয়ই কিছু ঘাটতি ছিল যে আমরা এত শতাব্দী ধরে মন্দির নির্মাণের কাজ করতে পারিনি। আজ সেই অভাব পূরণ হয়েছে। আমার বিশ্বাস ভগবান রাম আজ অবশ্যই আমাদের ক্ষমা করবেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, এটি রামের আদলে জাতীয় চেতনার মন্দির। রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি। রাম ভারতের ধারণা, রাম ভারতের আইন। রাম ভারতের সম্মান, রাম ভারতের গর্ব। রাম নেতা এবং রাম হলেন নীতি। রাম চিরন্তন। যখন রামকে সম্মান করা হয়, তখন তার প্রভাব বছরের পর বছর বা শতাব্দী ধরে থাকে না, তার প্রভাব হাজার বছর ধরে থাকে।তিনি বলেন, ‘সাগর থেকে সরযূ যাওয়ার সুযোগ পেয়েছি। সাগর থেকে সরযূ, রাম নামের একই উৎসব দেখা যায় সর্বত্র।