Marriage Controversy: প্রথমপক্ষকেও ডিভোর্স না দিয়ে সানিয়াকে বিয়ে করে শোয়েব

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) তৃতীয়বারের মতো বিয়ে (Marriage Controversy) করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে এ বিষয়ে তথ্য দিয়েছেন শোয়েব মালিক…

Shoaib Malik Marries Sania Mirza

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) তৃতীয়বারের মতো বিয়ে (Marriage Controversy) করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে এ বিষয়ে তথ্য দিয়েছেন শোয়েব মালিক নিজেই। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। অন্যদিকে সানা জাভেদের এটি দ্বিতীয় বিয়ে।

Advertisements

২০০২ সালে আয়েশা সিদ্দিকীকে বিয়ে করেন শোয়েব মালিক। এরপর কয়েক বছর পর শোয়েব ও আয়েশার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শোয়েব ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে বিয়ে করেন।

   

আরও পড়ুন:  Shoaib Malik: সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ জল্পনার মাঝেই পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে শোয়েবের

প্রশ্ন উঠছে শোয়েবের প্রথম স্ত্রী আসলে কে?
ভারতের হায়দরাবাদ শহরের বাসিন্দা আয়েশা সিদ্দিকী পেশায় শিক্ষিকা ছিলেন। তিনি মহা সিদ্দিকী নামেও পরিচিত ছিলেন। সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ের সময় আয়েশা অভিযোগ করেছিলেন, সানিয়াকে ডিভোর্স না দিয়েই বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক। যার পর তুমুল বিতর্কও উঠেছিল।

Advertisements

শোনা যায়, শোয়েবের বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের করেছিলেন আয়েশা। আয়েশা প্রমাণ হিসেবে শোয়েব ও তার বিয়ের একটি ভিডিও পুলিশকে দেখান। সেই সময় আয়েশা বলেছিলেন যে তিনি শোয়েব মালিককে তালাক দিতে চান, যার পরে শোয়েব আয়েশাকে নাকি ১৫ কোটি টাকা দিয়েছিলেন। এরপর সানিয়াকে বিয়ে করেন শোয়েব। সানিয়াকে বিয়ের কিছুদিন পরই আয়েশাকে ডিভোর্স দেন শোয়েব।

শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে কিছু আইনি সমস্যার পরেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দিতে পারেন দু’জনে। ১২ বছর ধরে একে অপরের সঙ্গে রয়েছেন শোয়েব ও সানিয়া। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সানিয়া মির্জার সঙ্গে প্রতারণা করেছেন শোয়েব মালিক বলেও দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। কিন্তু এসবের মধ্যে কতটুকু সত্যতা আছে তা কেউ জানে না। এবার শোয়েবের তৃতীয় বিয়ে নিয়েও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।