Pakistan Attack: পাকিস্তানের মিসাইল হামলায় তছনছ ইরানের গ্রাম, একাধিক নিহত

প্রথমে ইরান পরে পাকিস্তান। দুই ইসলামি প্রজাতান্ত্রিক প্রতিবেশি দেশ পরস্পরের জমিতে মিসাইল হামলা চালাল।  পাকিস্তানের তরফে বৃহস্পতিবার ইরানে ” জঙ্গি আস্তানাগুলির” বিরুদ্ধে হামলা চানানো (Pakistan…

Pakistan1

প্রথমে ইরান পরে পাকিস্তান। দুই ইসলামি প্রজাতান্ত্রিক প্রতিবেশি দেশ পরস্পরের জমিতে মিসাইল হামলা চালাল।  পাকিস্তানের তরফে বৃহস্পতিবার ইরানে ” জঙ্গি আস্তানাগুলির” বিরুদ্ধে হামলা চানানো (Pakistan attack) হয়  বলে দাবি করা হয়েছে। এর আগে ইরানের তরফে একই অভিযোগে পাকিস্তানের দিকে মিসাইল ছোঁড়া হয়েছিল। দু’অঞ্চলের সীমান্তেই হয়েছে মৃত্যু। দুটি দেশই দাবি করেছে জঙ্গি ঘাঁটি ধংস করা হলো।

বৃহস্পতিবার পাকিস্তানের দিক থেকে হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের ভূভাগে এই হামলা হয়েছে। বুধবার পাকিস্তান তাদের রাষ্ট্রদূতকে ইরান থেকে ফিরিয়ে নেয়। আর ইরানি রাষ্ট্রদূতকে পাকিস্তানে না থাকার নির্দেশ দেয়। এই নির্দেশের পরেই বৃহস্পতিবার পাক রেঞ্জার্সের মিসাইল হামলা হলো ইরানের দিকে। ইরানি সংবাদ মাধ্যম অবশ্য জানিয়েছে, পাক হামলায় চার শিশুসহ সাতজন নিহত হয়েছে।

   

পাকিস্তান ও ইরান প্রতিবেশি দেশ। দুই দেশের সীমান্ত অঞ্চলে আছেন বালোচ উপজাতিরা। পাকিস্তানের বালোচিস্তান লাগোয়া ইরানের অংশটির নাম সিস্তান-বালোচিস্তান। 

সীমান্তের লাগোয়া পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছিল ইরান। এই হামলা দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্য সমস্ত উচ্চ-পর্যায়ের সফর স্থগিত হয়েছে। পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জোহরা বালোচ বলেছেন পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ইরান সফর করছেন, আপাতত ফিরে নাও আসতে পারেন।