সাতসকালেই তল্লাশি অভিযানে নামল (ED Raid) ইডি। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থেকে বের হয় ইডির তদন্তকারীদের গাড়ি। কলকাতার তিন জায়গায় ইতিমধ্যেই ইডি অভিযান চালাচ্ছে। নিয়োগ দুর্নীতির তদন্তে ময়দানে নেমে পড়েছেন গোয়েন্দারা।
সূত্রের খবর, প্রসন্ন রায়ের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন তারা। শহরের মোট ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি অফিসাররা। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া ‘মিডলম্যান’ প্রসন্ন রায় এখন জামিনে মুক্ত। তার ফ্ল্যাটে হানা দিল ইডি। নিউটাউনের একটি অভিজাত আবাসনে হানা দেয় ইডি। ইডি সূত্রে খবর, এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট রয়েছে প্রসন্নে রায়ের।
শুধু নিউটাউন নয়, নয়াবাদেরও একটি আবাসনে গিয়েছে ইডি। আবাসনের তিন তলার ফ্ল্যাটে থাকেন পরিবহণ ব্যবসায়ী। তাঁর বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। প্রসন্ন রায়ের অফিসেও নতুন করে তল্লাশি অভিযানে নেমেছেন গোয়েন্দারা। প্রসন্ন রায়ের সহকারী প্রদীপ সিংয়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি। নিউটাউনের দুটি ভিলায় হানা দেন গোয়েন্দারা। এই ভিলা দুটি প্রসন্ন রায়ের বলেই সূত্রের খবর।
এত সকালে আসায় অফিসে ঢুকতে পারেননি অফিসাররা। চাবি আনা হয়েছে। সেটা খুলে ঢোকার ব্যবস্থাও হয়েছে। এত দিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছিল ইডি। আজ সকালে প্রসন্নের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়োগ মামলার তদন্তের জন্য কলকাতাহাইকোর্টে গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চেই চলছে নিয়োগ মামলার শুনানি। দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই নিয়োগ মামলার প্রাথমিক চার্জশিটও আদালতে পেশ করেছে সিবিআই–ইডি। আজ সকালে ইডির মোট ৬টি দল তল্লাশি অভিযানে বের হয়। তবে আজও কেন্দ্রীয় বাহিনীর সকলের মাথায় হেলমেট দেখা গিয়েছে। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাসের সেল। প্রদীপ সিং নিয়োগ কাণ্ডে আর এক ধৃত শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে আগে দাবি করেছিল সিবিআই। তাই প্রদীপ সিংয়ের বাড়ি ছাড়াও ইডির তদন্তকারীরা নয়াবাদ এলাকায় রোহিত ঝা নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে।
এছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম ভূমিকা ছিল মিডলম্যানদের। তাদের অন্যতম হওয়ায় জেলবন্দি থাকতে হয় প্রসন্ন রায়কে। সম্প্রতি জামিনে ছাড়া পান প্রসন্ন। আর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ সংক্রান্ত তদন্তের নেমে বেশ কিছু তথ্য পান তদন্তকারীরা। তার ভিত্তিতেই আজকের অভিযান বলে মনে করা হচ্ছে। নিউটাউনের সিজি ব্লকে চলছে তল্লাশি অভিযান। এখানকার তিনটি আবাসনে আছেন ইডির গোয়েন্দারা। চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনও পদক্ষেপ না করার ফলে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন রায়। সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দেয় সর্বোচ্চ আদালত।