Soumitrisha Kundu: ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছন…! জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে, তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন (কেন)? কোলাব করে রেখেছিলেন (কেন)? যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা। তবুও চাইব আরও ভালো হোক, ভগবান মঙ্গল করুক’।
কিছুদিন আগেই সৌমিতৃষাকে বিঁধে এমনই একটা পোস্ট শেয়ার করেছিলেন মিঠাইরানী সৌমির সহ অভিনেত্রী তন্বী। আসলে, বড়পর্দায় সুযোগ পাওয়ার পর থেকেই অহংকারী খেতাব জুটেছে সৌমিতৃষার কপালে। দর্শকদের ভালোবাসার পাশাপাশি কাছের বন্ধুদের কাছে কিছুটা ধাক্কাই খেয়েছেন নায়িকা। এ প্রসঙ্গে এদিন সৌমিতৃষা অর্থাৎ দেবের নায়িকা বললেন, ‘কিছু কিছু মানুষ আছে যারা আমার অতীতে যায় আমার থেকে বেশি। আমি ওখানে আর থাকি না বেবি। পুরো বাড়িটা বিক্রি করে দিয়েছি আমি।’
তাহলে কি সত্যিই অহংকারী সৌমিতৃষা! এরই উত্তর পাবেন এখনই। এদিন শুক্রবার নায়িকা লিখেছিলেন, ‘সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকো যারা তোমার থেকে উপকার পেয়েছে, কিন্তু এমন দেখায় যেন তুমি এদের জন্য কিছুই করোনি।’ এর অর্থ কী? এতদিন পর নায়িকাও কি তাঁর একসময়ের সবচেয়ে প্রিয় বন্ধু তন্বীকে খোঁচা দিলেন! আসলে, ছোটপর্দা থেকে বড়পর্দায় আসার পর নায়িকা মুখ ফসকে বলেছিলেন যে, তাঁর মতো করে ছোটপর্দা থেকে আর কেউ বড়পর্দায় এসে পসার করতে পারবে বলে মনে হয় না সৌমিতৃষার। তারপর থেকেই এতটা অহংকারী তকমা পেয়েছেন নায়িকা।
View this post on Instagram