তৃ়ণমূল কংগ্রেস সমর্থক খুনের মামলায় বড় বিপাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (Nisith Pramanik) নিশীথ প্রামাণিক। কলকাতা হাইকোর্ট তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়। গ্রেফতারির সম্ভাবনা দেখে তিনি শীর্ষ আদালতে আবেদন করেছেন। শুক্রবার এই মামলার শুনানি।
২০১৮ সালে কোচবিহার জেলার দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথ প্রামাণিকের। নিহত ব্যক্তি তৃ়ণমূল সমর্থক বলে জানা যায়। ওই ঘটনায় খুনে প্ররোচনা দেওয়ার অভিযোগে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মামলা রুজু করেছেন পুলিশ। সেই মামলা থেকে অব্যাহতি পেতেই তিনি আদালতের দ্বারস্থ হনশু। তবে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাঁকে রক্ষাকবচ দেয়নি। নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারে বলে মনে করছে বিজেপি। সেই কারণেই দ্রুত রক্ষাকবচের আবেদন জানালেন নিশীথ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গত বাম আমলে চুরির একটি মামলা চলছে। সেই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। চাপে পড়ে তিনি হাজিরা দিয়েছিলেন। এবার সরাসরি খুনের মামলায় তাঁর রক্ষাকবচ খারিজ করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।
কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথের প্রবল প্রতিদ্বন্দ্বী জেলার দিনহাটার তৃ়ণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ‘২০১৮ সালে দিনহাটার গিতালদহে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের খুনের ঘটনায় এক নম্বর আসামী হিসেবে অভিযুক্ত নিশীথ প্রামাণিক। এর মধ্যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে ওয়ারেন্ট জারি রাখে।’
উদয়ন গুহর দাবি, দ্রুত গ্রেফতার করতে হবে নিশীথ প্রামাণিিককে। নিশীথ ও উদয়নের মধ্যে রাজনৈতিক সংঘাতের আবহে বারবার রক্তাক্ত হয়েছে কোচবিহার।